E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্যামনগরে বেড়িবাঁধ পূর্নবাসন প্রকল্পের সাড়ে ১১ লাখ টাকা নদীগর্ভে

২০১৪ সেপ্টেম্বর ১০ ০৯:৩১:০৯
শ্যামনগরে বেড়িবাঁধ পূর্নবাসন প্রকল্পের সাড়ে ১১ লাখ টাকা নদীগর্ভে

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন উপকুলবর্তী বুড়িগোয়ালিনি ইউনিয়নের দাতনাখালি নামকস্থানে পূর্ণবাসন প্রকল্পের বাঁশ পাইলিং এর সাড়ে ১১ লাখ টাকার বেড়িবাঁধ সংস্কারের কাজ নদীগর্ভে চলে যেতে বসেছে। অপরিকল্পিতভাবে এক কাজ বাস্তবায়ন করায় মঙ্গলবার বিকেল থেকে ওই এলাকার নদীবাঁধ ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে।

বুড়িগোয়ালিনি ইউনিয়নের দাতনাখালি গ্রামের স্কুল শিক্ষক রমজান আলী, কলেজ ছাত্র সোহরাব হোসেন জানান, গত বছরের শেষের দিকে খোলপেটুয়া নদীর দাতনাখালী গ্রামে ৫নং পোল্ডারের আওতায় বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়। চলতি বছরের প্রথম দিকে ভাঙন কবলিত এক হাজার ৬৫০ ফুট বেড়িবাঁধ সংস্কারের জন্য বেড়িবাঁধ পূর্নবাসন প্রকল্পের মাটির কাজ ও বাশ পাইলিংয়ে ২২ লক্ষ ৬০ হাজার ১৩ টাকা বরাদ্দ করা হয়। ফেডারেল রিপাবলিক অব জার্মান সরকারের অর্থয়নে জি আই জেড, বনবিভাগ, পানি উন্নায়ন বোর্ডে ও কারিতাস যৌথভাবে কাজ করার কথা থাকলেও শুধুমাত্র কারিতাস কাজটি বাস্তবায়ন করে। চলতি বছরের পহেলা মার্চ শুরু করে ৩০ মার্চ শেষ করা হয়। এ প্রকল্পের সভাপতি ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সাজিদা বেগম। মাটির কাজে বরাদ্ধ ছিল ১০ লক্ষ ৯৪ হাজার ৩৭৮ টাকা ও বাশের পাইলিং নির্মানে বরাদ্ধ ছিল ১১ লক্ষ ৫৭ হাজার ২৩৫ টাকা। কাজটি শেষ হওয়ার পাঁচ মাসের মধ্যে বাঁশ পাইলিং এর ১১ লক্ষ ৫৭ হাজার টাকা নদী গর্ভে চলে যেতে বসেছে।

এ প্রকল্পের সদস্য আকরাম হোসেন অভিযোগ করে বলেন, অপরিকল্পিত পদক্ষেপের কারণে বাঁশ পাইলিং এর সমুদয় টাকা নদী গর্ভে চলে যাচ্ছে। ফলে এখানকার বেড়িবাঁধ ভেঙে গেলে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
নদী ভাঙ্গন কুলে বসবাসরত আতিয়ার রহমান মোড়ল জানান, পারকো পাইলিং বা খাচা ফেলানোর মাধ্যমে খোলপেটুয়া নদীর স্রোতের গতি পরিবর্তন ছাড়া এ ভাঙ্গন রোধ হওয়ার উপায় নেই। ফলে অপরিকল্পিতভাবে সংস্কার করা বেড়ি বাঁধ এর পাইলিং এর কাজ গত মঙ্গলবার বিকেলে ভাঙনের মুখে পড়ে নদীগর্ভে চলে যেতে বসেছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-২ এর সহকারি প্রকৌশলী বিশ্বজিৎ রায় বলেন, এ প্রকল্পের সাইনবোর্ডে তাদের নাম থাকলেও প্রকৃত পক্ষে তাদের কোন ভূমিকা বা পরিকল্পনা ছিল না। তবে বিষয়টি তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

(আরকে/অ/সেপ্টেম্বর ১০, ২০১৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test