E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নালিতাবাড়ীতে ৩১ গ্রাম প্লাবিত

২০১৪ সেপ্টেম্বর ২২ ১৭:৩৬:৫৫
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নালিতাবাড়ীতে ৩১ গ্রাম প্লাবিত

শেরপুর প্রতিনিধি : টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পৌরসভাসহ ৫টি ইউনিয়নের ৩১টি গ্রাম প্লাবিত হয়েছে। ২২ সেপ্টেম্বর সোমবার ভোগাই নদীর পানি বিপদসীমার ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদী তীরবর্তী শিমূলতলা ও খালভাঙ্গা এলাকায় নতুন করে ভাঙ্গন শুরু হয়েছে। এতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসি ভোগাই নদীর বাঁধ দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।

এদিকে পাহাড়ি ঢলের তোড়ে নালিতাবাড়ী নাকুগাও স্থলবন্দর রাস্তার নির্মাণাধীন দুইলেন সড়কের শিমুলতলা এলাকায় ভেঙ্গে যাওয়ায় নাকুগাও স্থলবন্দর সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্থানীয় এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্র জানায় গত দুই দিনের টানাবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে নালিতাবাড়ী ইউনিয়নের খালভাঙ্গা ও শিমূলতলা গ্রামে ভোগাই নদীর বাঁধ কাম সড়কের ১৫০ মিটার ভেঙ্গে প্রবলবেগে পানি প্রবাহিত হচ্ছে। এসব ভাঙ্গা স্থান দিয়ে প্রবল বেগে পানি ঢুকে আজ সোমবার উপজেলার পৌরসভাসহ ৫টি ইউনিয়নের নিন্মাঞ্চলের ৩১টি গ্রাম ফের নতুন করে প্লাবিত হয়েছে। এসব এলাকার কৃষক আমন আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে।


পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, নালিতাবাড়ীতে রবিবার সকাল নয়টা থেকে সোমবার সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘন্টায় ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা গত ১০ বছরের মধ্যে একদিনে এ উপজেলায় বৃষ্টিপাতের সর্বোচ্চ রেকর্ড। এতে বর্ষন ও পাহাড়ি ঢলের প্রবল স্রোত সৃষ্টি হওয়ায় ভোগাই নদীর পানি নালিতাবাড়ী পয়েন্টে সোমবার দুপুরে বিপদসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

টানাবর্ষণ ও পাহাড়ী ঢলে মরিচপুরান ইউনিয়নের গোজাকুড়া, বাঁশকান্দা, কয়ারপাড়, উল্লারপাড়, মনকান্দা, খলাভাঙ্গা, দক্ষিণ কোন্নগর, ভোগাইরপাড়, মৗলবিপাড়া, নালিতাবাড়ী ইউনিয়নের খালভাঙ্গা, খড়করিয়াকান্দা, নলকুড়া যোগানিয়া ইউনিয়নের কাপাসিয়া, গেড়ামারা, তালুকপাড়া, বাটিগাঙ্গপাড়, কলসপাড় ইউনিয়নের তারাকান্দি, পিপুলেশ্বর, নাকশী, গোনাপাড়া, গোল্লারপার, গাগলাজানি, বাঘবেড় ইউনিয়নের সন্নাসীভিটা, নয়াপাড়া, রানীগাও, শিমুলতলা, জাংগাইল্লাকান্দা, পৌরসভার উত্তর গড়কান্দা, গোবিন্দ কালিনগর, চরপাড়া গ্রাম প্লাবিত হয়েছে।



নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন জানান, দুই দিনের টানাবর্ষণে নিন্মাঞ্চলে পানি জমেছে। এ ছাড়াও স্থানীয় ভোগাই নদীর পানি বেড়েছে। এতে উপজেলার বেশ কয়েকটি গ্রামের নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। ভোগাই নদীর পানি বিপদসীমার ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে তিনি জানান।

নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফ ইকবাল বলেন, দুই দিনের টানাবর্ষণ ও পাহাড়ী ঢলে নালিতাবাড়ী উপজেলার পৌরসভাসহ ৫টি ইউনিয়নের ৩ হাজার ৫০০ হেক্টর আমন আবাদ তলিয়ে গেছে। এরমধ্যে যোগানিয়া ইউনিয়নে ১ হাজার ২০০হেক্টর, বাঘবেড় ৫৫০হেক্টর, কলসপাড় ৯০০ হেক্টর, মরিচপুরান ৬০০ হেক্টর ও পৌরসভায় ২৫০ হেক্টর আমন আবাদের ক্ষেত তলিয়ে গেছে।ব র্তমানে এসব ক্ষেতের আমন আবাদ কুশি ও থৌর অবস্থায় আছে। ২-৩ দিনের মধ্যে পানি নেমে গেলে ফসলের তেমন ক্ষতি হবে না। কিন্তু এর স্থায়িত্ব বেশি হলে ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা আছে।

(এইচবি/এএস/সেপ্টেম্বর ২২, ২০১৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test