E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ওয়াশিংটন পোস্টের সাবেক সম্পাদক ব্রাডলির ইন্তেকাল

২০১৪ অক্টোবর ২২ ১১:২৯:০৪
ওয়াশিংটন পোস্টের সাবেক সম্পাদক ব্রাডলির ইন্তেকাল

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিখ্যাত ওয়াশিংটন পোস্ট পত্রিকার সাবেক সম্পাদক বেন ব্রাডলি (৯৩) আর নেই। ওয়াশিংটন ডিসির নিজ বাসভবনে মঙ্গলবার স্বাভাবিকভাবেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর বিবিসি ও আলজাজিরার।

ব্রাডলির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এক বিবৃতিতে তিনি ব্রাডলির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

ওয়াশিংটন পোস্টে ১৯৬৮ থেকে ৯১ সাল পর্যন্ত নির্বাহী সম্পাদকের দায়িত্বে ছিলেন ব্রাডলি। গত বছর যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানজনক রাষ্ট্রীয় পদক প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম লাভ করেন তিনি।

১৯৫০ সালে রিপোর্টিংয়ের জগতে প্রবেশ করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া ব্রাডলি। এরপর শুধু তার সফলতার গল্প।

ব্রাডলির আমলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের ওয়াটারগেট কেলেঙ্কারির বিষয়টি প্রকাশ করে বিশ্বব্যাপী রীতিমতো ঝড় ফেলে দেয় ওয়াশিংটন পোস্ট। এ প্রতিবেদনের জন্য পত্রিকাটি পুলিৎজার পুরস্কারও লাভ করে। মূলত ওই সময়ই ব্যাপক পরিচিতি লাভ করেন ব্রাডলি।

এ ছাড়া তার সময় ভিয়েতনাম যুদ্ধ নিয়েও বেশ কয়েকটি বিখ্যাত প্রতিবেদন প্রকাশ করা হয়।

ব্যক্তিগত জীবনে ব্রাডলি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির বন্ধু ছিলেন।

(ওএস/এইচআর/অক্টোবর ২২, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test