E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গো.আযম ছেলে আযমীর প্রকাশ্য চ্যালেঞ্জ

২০১৪ অক্টোবর ৩০ ১৮:৩৬:০৯
গো.আযম ছেলে আযমীর প্রকাশ্য চ্যালেঞ্জ
 
 

নিউজ ডেস্ক : বিএনপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন জামায়াতের সাবেক আমির প্রয়াত গোলাম আযমের পুত্র আব্দুল্লাহিল আমান আযমী। তিনি বলেছেন, জামায়াত ছাড়া বিএনপি কখনোই ক্ষমতায় যেতে পারবে না। বুধবার ফেসবুক স্ট্যাটাসে গোলাম আযমের ছোট ছেলে এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।

সম্প্রতি মানবতাবিরোধী অপরাধে ৯০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত গোলাম আযমের মৃত্যুর পর বিএনপি কোনো শোক বার্তা দেয়নি। এমনকি বিএনপির শীর্ষ নেতাদের কেউই গোলাম আযমের জানাজা ও দাফনে উপস্থিত ছিলেন না।

আব্দুল্লাহিল আমান আযমী একইসঙ্গে তার স্ট্যাটাসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আমিরের মৃত্যুতে নীরব থাকায় বিএনপিকে অকৃতজ্ঞও বলেছেন।গতকাল এই স্ট্যাটাসটি ফেসবুকে পোস্ট করেন আযমী।

‘তারেক’র নির্দেশে আযমের জানাজা বর্জন করল বিএনপি’ শিরোনামের একটি খবরের লিংক দিয়ে তিনি বলেছেন, ‘কেউ কি আমাকে এই খবরের সত্যতা নিশ্চিত করতে পারবেন?’

এরপর আমান আযমী বলেছেন, প্রফেসর গোলাম আযমের পরলোক গমনে বিএনপির নীরবতায় গোটা জাতি হতভম্ব। যদিও সারা বিশ্বই শোকাহত। আমি ঠিক জানি না কেন!!

বিএনপি যে জামায়াতকে ছাড়া কখনোই সরকার গঠন করতে পারবে না এ কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। কিন্তু খুবই দুঃখের বিষয় হলো- এই দলের প্রতিষ্ঠাতা আমির এবং মৃত্যুর আগে পর্যন্ত আধ্যাত্মিক গুরুর মৃত্যুতে তাদের নীরবতা অত্যন্ত অপ্রত্যাশিত এবং অগ্রহণযোগ্য!

জামায়াতের সমর্থন ছাড়া তারা কখনোই ক্ষমতায় যেতে পারবে না- একথাটা যদি বিএনপি স্মরণে রাখে তাহলে সেটা তাদের জন্য ভালো হবে। এটা আমার ‘প্রকাশ্য চ্যালেঞ্জ’।

এরা কতো অকৃতজ্ঞ হতে পারে!!!

(ওএস/অ/অক্টোবর ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test