E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় তৈরি হচ্ছে দেশের চারটি ঐতিহাসিক নিদর্শনের রেপ্লিকা

২০১৪ অক্টোবর ৩১ ১৮:৪৭:০১
বগুড়ায় তৈরি হচ্ছে দেশের চারটি ঐতিহাসিক নিদর্শনের রেপ্লিকা

আব্দুস সালাম বাবু : বগুড়ায় তৈরি হচ্ছে দেশের চারটি ঐতিহাসিক নিদর্শনের রেপ্লিকা। মহাস্থানগড়, পাহাড়পুর, ষাটগুম্বজ মসজিদ ও কান্তজীর মন্দিরের টেরাকোটার রেপ্লিকা তৈরিসহ দেওয়া হচ্ছে রেপ্লিকা তৈরীর প্রশিক্ষণ। এ রেপ্লিকা তৈরী করে বিলুপ্তপ্রায় মৃৎশিল্প আবারও প্রাণ ফিরে পাবে। সাবলম্বী করার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণার বিস্তার ঘটবে। দেশীয় ইতিহাস ও ঐতিহ্যকে বিশ্বময় ছড়িয়ে দিতে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা পালপাড়ায় উল্লেখিত চার এলাকার ৮জন মৃৎ শিল্পীকে এনে হাতে-কলমে রেপ্লিকা তৈরি ও তৈরীর নিয়ম শেখানো হচ্ছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পতœতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজার রহামন ও তাঁর সংগঠন ঐতিহ্য অন্বেষণ এই প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছেন। শুক্রবার দুপুরে বগুড়া সদরের শেখেরকোলা পালপাড়ায় রেপ্লিকা তৈরির প্রশিক্ষণ বিষয়ে স্থানীয় সাংবাদিকদের অবহিত করেন অধ্যাপক সুফি মোস্তাফিজার রহামন।তিনি জানান, আড়াই হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ নিদর্শন থাকলেও সেসব সর্বসাধারণের নাগালে নেওয়ার কোন ব্যবস্থা নেই। অথচ বিশ্বের বিভিন্ন দেশই তাদের ঐতিহাসিক স্থাপনার রেপ্লিকা তৈরি করে বাজারজাত করে। এর মধ্য দিয়ে সাধারণ মানুষের মাঝে ইতিহাস সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মমত্ববোধ বাড়ে। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই ওই চারটি ঐতিহাসিক এলাকার পাশের ৮জন মৃৎ শিল্পীকে বগুড়ায় এনে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এই উদ্যোগে সহায়তা করছে। কিছু কিছু তৈরীও হয়েছে।

তিনি আরো বলেন, মহাস্থান এলাকার জন্য সুভাস চন্দ্র পাল ও মিলন রানী, পাহাড়পুর এলাকার জন্য মিন্টু কুমার মালাকার ও তার ভাই রন্টু কুমার মালাকার, ষাটগুম্বজ এলাকার শংকর কুমার পাল ও তার স্ত্রী শিবা রানী পাল এবং কান্তজীর মন্দির এলাকার জন্য রঞ্জন চন্দ্র রায় ও উৎসব চন্দ্র রায়কে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। গত ১৮ অক্টোবর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতœতত্ত্ব বিভাগের চেয়ারম্যান প্রভাষক সোহরাব উদ্দিন সৌরভ এবং সিরাজগঞ্জের প্রসিদ্ধ মৃৎশিল্পী মদন পাল প্রশিক্ষক হিসেবে তাদের হাতে-কলমে রেপ্লিকা তৈরি শেখাচ্ছেন। এইসব নিদর্শন তৈরির প্রশিক্ষণ নিয়ে তারা এলাকায় গিয়ে নিজেরাই তা তৈরি করে বিক্রি করতে পারবেন।

(এএসবি/এটিআর/আক্টোবর ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test