E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুয়াকাটায় পাঁচ দিনব্যাপি প্রাচীন রাস উৎসব শুরু

২০১৪ নভেম্বর ০৬ ১৮:২৯:০২
কুয়াকাটায় পাঁচ দিনব্যাপি প্রাচীন রাস উৎসব শুরু

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বৃহস্পতিবার থেকে বঙ্গোপসাগরের তীর ঘেষা কুয়াকাটার দুবলার চর ও কলাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের নর নারীদের পূণ্য তিথিতে পূণ্যস্নানের মধ্যদিয়ে রাস পূর্ণিমা ও রাস মেলা শুরু হয়েছে।

দু’শ বছরের প্রাচীন এ উৎসবকে ঘিরে কুয়াকাটা সমুদ্র সৈকতে বুধবার সকাল থেকে দেশী বিদেশী হাজার পর্যটক, দর্শনার্থী ও পূণ্যার্থীদের সমাগম ঘটেছে।

পাঁচ দিনব্যাপী এ উৎসবকে ঘিরে কুয়াকাটার হোটেল, মোটেলের সব সিট আগাম বুকিং হয়ে গেছে জানান আবাসিক হোটেলের মালিকরা। কুয়াকাটায় পূণ্যস্নানে আসা পর্যটকদের নিরাপত্তায় পটুয়াখালী জেলা পুলিশ ও কলাপাড়া পুলিশ প্রশাসন ব্যাপক নিরাপত্তা গ্রহন করেছে। তবে এরই মধ্যে বিচ্ছিন্ন অনেক ঘটনাও ঘটেছে রাস মেলায় ও কুয়াকাটা সমুদ্র সৈকতে।

বৃস্পতিবার সকালে পূণ্যস্নানের আগে মানতকারিরা সমুদ্র সৈকতেই মাথা ন্যাড়া করাসহ পাপের প্রায়শ্চিত্ত ও পূর্ব পুরুষের আত্মার সদ্গতির জন্য পিণ্ডদান করেছে। সমগ্র সৈকত জুড়ে অব্যবস্থাপনা থাকলেও ওইসব পূণ্যার্থীরা সব বাধা বিপত্তি উপেক্ষা করে প্রতিটি পর্ব শেষে কলাপাড়া পৌর শহরের শ্রী মদনমোহন সেবাশ্রমে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী রাস মেলায় অংশ নেয়। কুয়াকাটায় গঙ্গাস্নান ও রাস উৎসবের অনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউস। এরপরেই সৈকতে বসে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। যা ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মহামিলনে পরিণত হয়।

কুয়াকাটা সৈকতে কথা হয় আগত পূণ্যার্থী অর্পিতা বসুর সাথে। তিনি জানান, এখানে মহিলাদের সমস্যায় পড়তে হয়েছে সবচেয়ে বেশি। আলাদা কোন ব্যবস্থা না থাকায় স্নান শেষে কাপড় পাল্টাতে ভীষণ বিপাকে পড়তে হয়েছে। এছাড়া সৈকতে রাতে বিদ্যুৎ ব্যবস্থা না থাকায় অন্ধকারের মধ্যে বসে থাকতে হয়েছে।


কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সঞ্জয় মণ্ডল জানান, পর্যটকদের নিরাপত্তার জন্য তারা সার্বিক প্রস্তুত রয়েছেন। পর্যটকদের নিরাপত্তায় র‌্যাব, পুলিশ ও সাদা পোশাকে পুলিশ সৈকতের বিভিন্ন স্পটে মোতায়েন করা হয়েছে। তবে জামায়াতের হরতালের কারণে এবার পর্যটকদের সমাগম কম হতে পারে বলে তিনি আশংকা প্রকাশ করছেন।

দুবলার চর ছাড়াও কলাপাড়া শহরের রাস মেলাকে ঘিরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। কুয়াকাটা থেকে ট্রলার যোগে দুবলার চর যেতে আটটি পথ নির্ধারণ করেছে সংশ্লিস্ট প্রশাসন। বৃহস্পতিবার সকালে কুয়াকাটা সাগরে পূণ্যস্নান শেষে পূণ্যার্থীরা কলাপাড়া পৌর শহরের মদন মোহন সেবা শ্রমের রাস মেলা উৎসবে যোগ দেন।

কুয়াকাটা রাস উদযাপন কমিটির সভাপতি বিপুল হাওলাদার ও সাধারণ সম্পাদক নীহার রঞ্জন মন্ডল জানান, বুধবার রাতে কুয়াকাটা ১৬ প্রহরব্যাপী মহানাম যজ্ঞের মাধ্যমে রাস উৎসকের শুরু হয়। এর অখণ্ড নাম চলাকালীন সময়ে প্রভাতী সুরে মঙ্গলারতি ও রাস পূজা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে সাগরে জলে গঙ্গাস্নান করে পূণ্যার্থীরা কলাপাড়া মদন মোহন সেবাশ্রমের রাসকুঞ্জে ভগবান শ্রীকৃষ্ণ দর্শনে একত্রিত হয়েছেন। এ মন্দিরে ১৭ জোড়া রাধা কৃষ্ণের মূর্তি স্থাপন ছাড়াও মন্দির প্রাঙ্গণে বসেছে মেলা। আয়োজনের কমতি নেই রাস মেলায়। দেশের বিভিন্ন স্থান থেকে শতাধিক ব্যবসায়ী তাদের প্রাচীন ও বাঙালীর ঐতিহ্যবাহী বিভিন্ন প্রসাধন সামগ্রীর দোকানীরা পসরা সাজিয়েছে বসেছেন।

কলাপাড়া থানার ওসি মো.আজিজুর রহমান জানান, কুয়াকাটায় গঙ্গাস্নান ও কলাপাড়ার রাস মেলায় সর্বস্তরের মানুষ নিরাপদে বিচরণ করতে পারে এজন্য প্রশাসন সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে।

(টিবি/এএস/নভেম্বর ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test