E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১০টি বাচ্চা প্রসব করেছে আদুরী!

২০১৪ নভেম্বর ১০ ১৬:৩২:৩৯
১০টি বাচ্চা প্রসব করেছে আদুরী!

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর পৌর সদরের দোলবেদীতলায় আদুরী নামের একটি কুকুর তার মনিবের বাড়িতে ১০টি বাচ্চা প্রসব করায় এলাকায় বিস্ময়ের সৃষ্টি হয়েছে। প্রতিটি বাচ্চাই সুদর্শন তরতাজা। তাইতো ঠাঁয় মিলেছে ঘরেই। এলাকার অনেকে সেটা দেখতেও গিয়েছে। বিরল এ ঘটনাটি মিলেছেদোলবেদীতলা মহল্লার বিশ্বনাথ কর্মকার ওরফে বিশার বাড়িতে। তার পোষা প্রভুভক্ত কুকুরটির নাম আদুরী। 

বিশ্বনাথ কর্মকার জানায়, সম্প্রতি কুকুরটি দশটি বাচ্চা প্রসব করেছে। প্রতিটি বাচ্চাই দেখতে খুব সুন্দর। তিনি প্রত্যহ দিন মা কুকুরটিকে খেতে দিচ্ছেন। এতগুলো বাচ্চা পর্যাপ্ত দুধ পেতে মা কুকুরটির প্রয়োজনীয় খাবার ও দেখভাল করছেন তিনি। সুদর্শন বাচ্চা দেখে অনেকেই নিয়ে যেতে চায়। মায়ের দুধ না ছাড়া পর্যন্ত বাচ্চা নিতে তিনি সবাইকে বারণ করছেন। তবে ক’দিন আগে একটি বাচ্চা কেবা কারা চুরি করে নিয়ে গেছে। এখন ৯টি বাচ্চাকে মা আদুরী (কুকুরটি) পরম যত্নে আগলে রেখেছে। বাচ্চাটি হারিয়ে মা কুকুরটির কষ্টের পাশাপাশি মনিবও কষ্ট পেয়েছেন। একটি ঘরের কোনে বাচ্চাগুলো নিয়ে সজাগ দৃষ্টিতে পাহারা দিচ্ছেন মা কুকুর আদুরী।

ওই এলাকার দীনবন্ধু রায় জানায়, কুকুরের সাধারণত ৪/৫টা বাচ্চা হয়। এক কুকুরের ১০ বাচ্চা বিস্ময়কর বটে। বাচ্চাগুলো তাও প্রতিটিই রীতিমত নাদুস নুদুস ও দর্শনীয়। ব্যবসায়ী সুকদেব কুণ্ডু জানান, কুকুরের দশটি বাচ্চা প্রসবের ঘটনা বিরল। তিনি এর আগে এমনটি কখনো দেখেননি বলে জানান।

(এসএইচএম/এএস/নভেম্বর ১০, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test