E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাহজাদপুরে বিএস কোয়ার্টারগুলোর বেহাল দশা

২০১৪ নভেম্বর ২৫ ১৫:৪১:৫৬
শাহজাদপুরে বিএস কোয়ার্টারগুলোর বেহাল দশা

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার কৃষি বিভাগের ইউনিয়ন পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের জন্য নির্মিত কোয়ার্টার গুলো বেহাল অবস্থায় পড়ে আছে। উপজেলায় মোট  ১৪ টি বিএস কোয়ার্টার রয়েছে। এই কোয়ার্টারগুলোর বেশির ভাগই এখন পরিত্যাক্ত। তাই এগুলো এখন অবৈধ দখলদারদের দখলে।

সংশ্লিষ্ট বিভাগ সুত্রে জানা গেছে, ষাটের দশকে তৎকালিন সরকার এই ভবনগুলো প্রথমে সিড গোডাউন (বীজাগার) হিসেবে নির্মান করে। বিভিন্ন ফসলের প্রয়োজনীয় উন্নত বীজ কৃষকদের মধ্যে বিতরণের সুবিধার্থে সিড গোডাউনগুলো ইউনিয়ন পর্যায়ে নির্মাণ করা হয়। পরবর্তীতে এই কর্মসুচি বাতিল করা হলে সরকার সিড গোডাউনগুলো ১৯৮০ সালের দিকে ইউনিয়ন পর্যায়ে কর্মরত কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মী-ব্লক সুপার ভাইজারদের (বর্তমানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা) বসবাসের জন্য সংস্কার করে কোয়ার্টারে পরিনত করা হয়। মাত্র ৫০ টাকা ভাড়ায় উপ-সহকারী কৃষি কর্মকর্তারা এসব কোয়ার্টারে থাকতেন। এসব ব্যয়বহুল কোয়ার্টার গুলো মাঠ পর্যায়ে কর্মরত কৃষি বিভাগের ব্লক সুপার ভাইজারদের (বিএস) আবাসিক এবং অফিস হিসেবে ব্যবহারের কথা থাকলেও বর্তমানে বেশীর ভাগ কোয়ার্টারেই বিএস’রা বসবাস করছেন না । তাই এ কোয়ার্টার গুলোতে বসবাস না করায় পরবর্তীতে সংস্কারের অভাবে এগুলো এখন অনেকটাই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। অনেকটাই ফাকা ও নির্জন এলাকায় এসব কোয়ার্টার গুলো তৈরি হওয়ায় প্রথম দিকে কর্মকর্তারা এসব কোয়ার্টারে বসবাস করলেও নিরিবিলি, ফাকা এলাকা ও নিরাপত্তাহীনতার কখা বলে ২/১ কর্মকর্তা কোয়ার্টারে থাকলেও অন্যরা কোয়ার্টার ছেড়ে দিয়ে নিজ বাড়ী থেকে চাকরি করছেন।

তাই এসব কোয়ার্টার গুলোতে ইউনিয়ন পর্যায়ের কৃষি কর্মকর্তারা থাকতে অনিহা প্রকাশ করায় এখন এ কোয়ার্টার গুলো পরিত্যাক্ত অব্স্থায় পড়ে আছে। দীর্ঘদিন সংশ্লিষ্ট বিভাগ কোয়ার্টার গুলোতে নজরদারী না রাখায় চুরি হয়ে যাচ্ছে এগুলোর দরজা-জানালা। এমনকি এসব ভবন থেকে ইট খুলে নেওয়ার ঘটনাও ঘটেছে। কোন কোন কোয়ার্টার এলাকার মাটিও কেটে নিয়ে যাওয়া হচ্ছে। বেশিরভাগ ভবনগুলো পরিত্যাক্ত হওয়ায় এগুলো এখন অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিনত হয়েছে।

কায়েমপুর ইউনিয়নের স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, আধুনিক প্রযুক্তি ও ভাল বীজ সরবরাহের লক্ষে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের থাকার কথা থাকলেও এসব কোয়ার্টারগুলোতে উপ-সহকারী কৃষি কর্মকর্তা না থাকায় তাদের কৃষি বিষয়ে খোজ খবর নিতে উপজেলা সদরে যেতে হয়।

এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল কাদের জানান, এসব পরিত্যাক্ত কোয়ার্টার ভেঙ্গে ওই স্থানে ইউনিয়নের কৃষকদের প্রশিক্ষণ কেন্দ্র ও কর্মচারী কর্মকর্তাদের আবাসিক ভবন তৈরির পরিকল্পনা রয়েছে।

(এআরপি/এএস/নভেম্বর ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test