E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

লোহাগড়ায় ভাঙাচোরা কাঠের সেতু, ঝুঁকি নিয়ে চলাচল

২০১৪ নভেম্বর ২৯ ১৪:৩৬:৪৯
লোহাগড়ায় ভাঙাচোরা কাঠের সেতু, ঝুঁকি নিয়ে চলাচল

লোহাগড়া (নড়াইল)  প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার পৌর এলাাকায় চোরখালী ও কচুবাড়িয়া গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত নবগঙ্গা নদী। এ নদীর ওপরে রয়েছে লোহার অবকাঠামো এবং কাঠের পাটাতন দিয়ে নির্মিত একটি সেতু। বর্তমানে সেতুটির কাঠের পাটাতন ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ১ বছররে ও বেশি সময়  ধরে এ অবস্থা চললেও কর্তৃপক্ষ সেতুটি মেরামতের কোনো উদ্যোগ গ্রহন করছে না। এতে করে, লোহাগড়া পৌর এলাকাসহ উপজেলার রামপুর, কাশিপুর, জয়পুর ও লক্ষ্মীপাশা ইউনিয়নের প্রায় ১২টি গ্রামের জনগণ চলাচলের ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হচ্ছে।

লোহাগড়া পৌর সভা সূত্রে জানা গেছে, এ সেতুটি প্রথমে লোহাগড়া বাজার এলাকায় ছিল। সেখানে পাকা সেতু নির্মাণ করা হলে এ সেতুটিকে সরিয়ে চোরখালী ও কচুবাড়িয়া এলাকায় স্থাপন করা হয় ।

শনিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, পাটাতনের অধিকাংশ কাঠই ভেঙে গেছে। যা আছে তার অধিকাংশই দুর্বল। নিচের লোহার খুুঁটি ও ফ্রেমের অবস্থা নড়বড়ে। মরিচা ধরে এর স্থায়িত্ব নেই বললেই চলে। সেতুটিতে ওঠার দুই পাশের মাটি অনেক নিচে হয়ে গেছে।

স্থানীয় কচুবাড়িয়া গ্রামের কাজল পাল, বিবেক দাস, কানাই দে ও রিয়াজ লস্কর জানান, পাটাতনের বিভিন্ন জায়গায় ভেঙে যাওয়ায় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। মানুষজন জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত এ সেতু পার হচ্ছে। ঝুঁকি নিয়ে চলছে ছোটখাটো যানবহন। সেতুর দুই পাশের মাটি নিচে হওয়ায় সাইকেল, মোটরসাইকেল, ভ্যান, টেম্পো, অটোরিকশা, নছিমনসহ এ ধরণের যানবহন উঁচু করে সেতুতে ওঠাতে হয়।

লোহাগড়া পৌরসভার মেয়র নজরুল ঠাকুর বলেন, ‘দুই বছর আগে একবার মেরামত করা হলেও সেতুটির পুরো পাটাতন ভালোভাবে মেরামত করতে এখন প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন। পৌরসভায় এ পরিমান তহবিল না থাকায় সেতুটি মেরামত করা সম্ভব হচ্ছে না।

(আরএম/এএস/নভেম্বর ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test