E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

শিববাড়িয়ায় নদী দখল মুক্ত করতে উচ্ছেদ শুরু

২০১৪ নভেম্বর ২৯ ১৭:৫২:৪১
শিববাড়িয়ায় নদী দখল মুক্ত করতে উচ্ছেদ শুরু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটাগামী শিববাড়িয়া নদী দখল করে নির্মাণ করা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অবশেষে শুরু হয়েছে। শনিবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান শুরু করেছে। মৎস্য বন্দর মহিপুর থেকে এ অভিযান শুরু হয়েছে। প্রথম দিনে প্রায় ৬০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন ও আব্দুল ওয়াদুদের সমন্বয়ে গঠিত টিম উচ্ছেদ অভিযান শুরু করে। নদীটির দুই তীরে শতাধিক স্থাপনা তোলা হয়েছে।

শিববাড়িয়া নদী সংরক্ষণ ও দুই তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে সম্প্রতি বাংলাদেশ পরিবেশ ও আইনবীদ সমিতি (বেলা) উচ্চ আদালতে একটি রিট আবেদন করে। আদালত শিববাড়িয়া নদী সংরক্ষণের পাশাপাশি দুই তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে নির্দেশ দেয়। বঙ্গোপসাগরের আন্ধার মানিক মোহনা থেকে শুরু হয়ে কাউয়ার পর্যন্ত শিববাড়িয়া চ্যানেলটি জেলেদের একমাত্র আশ্রয়স্থল। কিন্তু প্রাকৃতিকভাবে ভরাটের পাশাপাশি দুই তীর দখল করে তোলা হয় অবৈধ স্থাপনা। তাই এ চ্যানেলটি সংরক্ষণে উচ্চ আদালতের নির্দেশে চলে উচ্ছেদ অভিযান। তবে উচ্ছেদ হওয়া অনেক ব্যবসায়ীর দাবী আগে নদীর সীমানা চিহ্নিত করা হয়নি। ফলে বহু পাকা স্থাপনা কৌশলে এ অভিযানের বাইরে থেকে যাওয়ার আশঙ্কা করছেন তারা। বিশেষ করে আলীপুরে নদী তীর দখল করে বহু পাকা স্থাপনা করা হয়েছে। যা অভিযানের বাইরে থেকে যাওয়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। তাদের দাবি আগে নদীর সীমানা পিলার স্থাপন করা হোক।

মহিপুর ভূমি সহকারী কর্মকর্তা সুরেন চন্দ্র জানান, পর্যায়ক্রমে নদীর দুই তীরের সকল অবৈধ স্থাপনা অপসারণ করা হবে।

(এমকেআর/এএস/নভেম্বর ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test