E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিক্রিত নোবেল পুরস্কার ফেরত পাচ্ছেন ওয়াটসন

২০১৪ ডিসেম্বর ১০ ১২:১৬:৫৮
বিক্রিত নোবেল পুরস্কার ফেরত পাচ্ছেন ওয়াটসন

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন নিলামে তার নোবেল পুরস্কার বিক্রি করেছিলেন কয়েক দিন আগে। সে সময় নোবেল পুরস্কারের সোনার মেডেলটির ক্রেতার নাম গোপন রাখা হয়েছিল। কিন্তু ওই ক্রেতার নাম মঙ্গলবার প্রকাশিত হয়েছে। তিনি রাশিয়ার অন্যতম ধনী ব্যক্তি আলিসার উসমানভ। ইতিমধ্যে ওয়াটসনকে তার নোবেল পুরস্কারের মেডেলটি ফেরত দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার এক বিবৃতিতে স্টিল ও টেলিকম টাইকুন উসমানভ বলেন, ‘ওয়াটসন মেডেলটি পাওয়ার অধিকার রাখেন। এক রকম পীড়িত অবস্থায় তিনি এটি বিক্রি করতে বাধ্য হন। অসাধারণ এ বিজ্ঞানীর অর্জিত সম্মান বিক্রি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ওয়াটসন মানব ইতিহাসের অন্যতম সেরা জীব বিজ্ঞানী এবং ডিএনএর কাঠামো আবিষ্কারের জন্য পাওয়া পুরস্কারের মেডেলটি তারই কাছেই থাকার যোগ্য।’

ডিএনএর কাঠামো আবিষ্কারের জন্য জেমস ওয়াটসন, মরিস উইলকিনস ও ফ্রান্সিস ক্রিক- এই তিনজনকে একত্রে ১৯৬২ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়। তারা প্রত্যেকে একটি করে স্বর্ণপদক পান। গত সপ্তাহে নোবেল স্বর্ণপদকটি ৪৮ লাখ মার্কিন ডলারে বিক্রি করে দেয় ওয়াটসন। ওয়াটসনই একমাত্র ব্যক্তি যিনি জীবিত অবস্থায় তার নোবেল পুরস্কার নিলামে বিক্রি করে দেন।

নিলামে তোলার আগে সাংবাদিকদের ৮৬ বছর বয়সি ওয়াটসন জানান, মেডেল বিক্রির অর্থ দাতব্য প্রতিষ্ঠান ও বিজ্ঞানের বিকাশের কাজে ব্যয় করা হবে।

তাই মানবতাবাদী লোকটির প্রতি সম্মান জানাতেই মেডেলটি ফেরত দিচ্ছেন উসমানভ।

তথ্যসূত্র : বিবিসি।

(ওএস/এইচআর/ডিসেম্বর ১০, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test