E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খ্রিষ্টান পল্লীগুলোতে উৎসবের আমেজ

২০১৪ ডিসেম্বর ২৪ ১৬:০০:৩৫
খ্রিষ্টান পল্লীগুলোতে উৎসবের আমেজ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ । নিজ গ্রামে বড়দিন পালন করতে দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন স্বজনদের কাছে। আর বড়দিন উদযাপনকে ঘিরে পাবনার চাটমোহর খ্রীষ্টান পল্লীগুলোতে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।

খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে উপজেলার মথুরাপুর সাধ্বী রীতার ধর্মপল্লী, কাতুলী সাধু আন্তনী ধর্মপল্লী, লাউতিয়া ফেলোশিপ ধর্মপল্লী, উথুলী সহভাগিতা ধর্মপল্লী, জবেরপুর প্রোটেস্ট্যান্ট ধর্মপল্লী, ফৈলজানা ক্যাথলিক ও ব্যাপ্টিস্ট ধর্মপল্লী ও একদন্ত ক্যাথলিক ধর্মপল্লীতে চলছে উৎসবের আমেজ। এ উৎসব থেকে বাদ পড়েনি পৌর এলাকাও।


ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত নানা পেশাজীবি মানুষ স্বজনদের সাথে বড়দিনের আনন্দ ভাগাভাগি করে নিতে নিজ গ্রামে এসেছেন বড়দিন পালন করতে।

গির্জার ভেতর ও বাইরে এবং অনেকের বাড়িতেই যিশুর জন্মের ইতিহাসকে কেন্দ্র করে ‘গোশালা’ তৈরি করা হয়েছে। ইতিমধ্যে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ ও আলোকসজ্জা, আল্পনা আঁকা হয়েছে। এছাড়া বড়দিন পালনের জন্য গির্জাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসাবাড়ি ‘ক্রিসমাস ট্রি’, রঙিন বল, জরি ও রঙ-বেরঙের লাইট দিয়ে সাজানো হবে।


ফাদার দীলিপ এস কস্তা জানান, উপজেলার ৫টি গির্জায় বড়দিন উদযাপরে বিশেষ প্রার্থনা ও খ্রিস্টযোগ অনুষ্ঠিত হবে। বড়দিন উপলক্ষে উপজেলার মথুরাপুর, খয়েরবাড়িয়া, গোয়ালবাড়িয়া, উথুলী, লাউতিয়া, ভাদরা, কাতুলী, ফৈলজানা, নেংড়ি, কুয়াবাসী এবং সাঁইপাই গ্রামের খ্রিষ্টান পল্লীতে বিরাজ করছে উৎসবের আমেজ।

মথুরাপুর মিশন সূত্র জানায়, বড়দিনের অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে বড়দিনের কীর্তন, বড় দিনের উপাসনা, বিশেষ প্রার্থণা, পিঠা পর্ব ও বড় দিনের কেক কাটা, ক্রীড়া প্রতিযোগিতা, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অপরদিকে শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়ে পুলিশ প্রশাসন।

মথুরাপুর ধর্মপল্লীর প্রধান পাল পুরোহিত ফাদার দিলীপ এস. কস্তা জানান, বড়দিন উপলক্ষে ২৪ ডিসেম্বর থেকে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এতে রয়েছে খ্রিষ্টযোগ, বিশেষ প্রার্থনা, কীর্তন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সুধীজনদের অভ্যর্থনা ও পরিবার জীবনের রজত ও সুবর্ণজয়ন্তী।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) সুব্রত কুমার সরকার জানান, শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপনের জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বিঘ্নে বড়দিন পালন করতে গির্জায় গিজায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

(এসএইচএম/এএস/ডিসেম্বর ২৪, ২০১৪)



পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test