E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চৌমুহনীতে খুদে শিক্ষার্থীদের পিঠা উৎসব

২০১৫ জানুয়ারি ২২ ১৭:০১:৪৫
চৌমুহনীতে খুদে শিক্ষার্থীদের পিঠা উৎসব

নোয়াখালী প্রতিনিধি : প্রতি বছরের মত এবারও ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর বেগমগঞ্জের এন.এ.চৌধুরী ট্যালেন্টস প্রিপারেটরিতে বিদ্যালয়ের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে শিক্ষার্থীর অংশগ্রহণে বিদ্যালয় আঙ্গিনায় শতাধিক স্টলে বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী  চলে পিঠা উৎসব।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল্লাহ কামরুলের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার যুগ্মসম্পাদক মো: ইকবাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি চৌমুহনী প্রি-ক্যাডেট একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোরুল মামুন, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি রুন্দ্র মাসুদ, এপেক্স ক্লাব অব মেঘনা (ইউসি) সভাপতি সিরাজ উদ্দিন শাহীন, সাইদুজ্জামান রাজু, মু.গোলাম কিবরিয়া রাহাত প্রমুখ।

এই উৎসবে ক্ষীর পিঠা, সুজির বরপি, ডালের পিঠা, শীতের পিঠা, সুজির পিঠা, ছিটা পিঠা, ঝুনি পিঠা, শাকুর পিঠা, মালপুয়া, পাটি সাপটা, রস কদম, পিংগার পিঠা, রসকদম, ঝাল পিঠা, লাভপিঠা, পানপুয়া, নারকেল পিঠা, টিকেট পিঠা, আলুর স্টিক পিঠা, চকলেট, পিঠা, গাজরের পিঠা, গোলাপের পিঠা, ভাপা পিঠা, শীরার পিঠা, সীমের ফুল পিঠা, জামাই পিঠা, গমের পিঠা, রুটি পিটা, চিতল পিঠা, পরটা, ক্রিসমাস ট্রি, সুজির পুরপিঠা, ডোনাটা পিঠা সহ প্রায় শতাধিক পিঠা স্থান পায়।

পিঠা উৎসবে অতিথিরা প্রাত; ও দিবা; শাখার ছয় শিক্ষার্থীর হাতে পুরষ্কার তুলে দেন। এদের মধ্যে প্রাত শাখার প্রথম হয়েছে নির্জন বণিক, দ্বিতীয় আবদুর রহিম সামির, তৃতীয় আরিয়ান। দিবা শাখার প্রথম হয়েছে মেহেদি হাসান পিয়াল, দ্বিতীয় মাশরিক হাসান সামি, তৃতীয় সানজিদ ইসলাম।

(জেএইচবি/এএস/জানুয়ারি ২২, ২০১৫)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test