E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে সপ্তাহব্যাপী সুলতান মেলার উদ্বোধন

২০১৫ জানুয়ারি ২৩ ১৪:৩২:৪০
নড়াইলে সপ্তাহব্যাপী সুলতান মেলার উদ্বোধন

নড়াইল প্রতিনিধি : নড়াইলে সপ্তাহব্যাপি সুলতান মেলার উদ্বোধন করা হয়েছে। বৃস্পতিবার ‘সুলতান মঞ্চ’ চত্বরে বিকেল সাড়ে ৪টায় মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯০তম জন্মজয়ন্তী উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল গাফফার খান, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন, সাবেক অধ্যক্ষ অশোক কুমার শীল, প্রকৌশলী শৈলেন্দ্রনাথ সাহা, লে. কর্নেল হাসান ইকবাল, সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকুসহ সুলতানপ্রেমীরা। 

সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে মেলায় চিত্রপ্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ঘোড়াগাড়ির দৌঁড়, ভলিবল, হ্যান্ডবল, হা-ডু-ডু, কুস্তি, নাটক, জারিগানসহ থাকছে বিভিন্ন গ্রামীণ খেলা ও প্রতিযোগিতা। এছাড়া প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও সুলতানের কর্মময় জীবনের ওপর সেমিনার রয়েছে। মেলায় ৩৪টি সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠান পরিবেশনা করবে। মেলায় অর্ধশতাধিক স্টলে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। প্রথমদিনেই মেলায় দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কেম্পানির পৃষ্ঠপোষকতায় মেলা অনুষ্ঠিত হচ্ছে। সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু জানান, আগামি ২৮ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সুলতান মেলা শেষ হবে। ১০ আগস্ট সুলতানের জন্মদিন হলেও সেই সময়ে বর্ষার কারণে প্রতিবছর শীত মওসুমে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন এসএম সুলতান। দারিদ্রতার মাঝে বেড়ে ওঠা সুলতান ১৯২৮ সালে নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে ভর্তি হন। স্কুলের অবসরে রাজমিস্ত্রি বাবাকে কাজে সহযোগিতা করতেন এবং মাঝে-মাঝে ছবি আঁকতেন। শিল্পের মূল্যায়ন হিসাবে পেয়েছেন একুশে পদক (১৯৮২), রেসিডেন্ট আর্টিস্ট (১৯৮৪), বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননা (১৯৮৬) ও স্বাধীনতা পদক (১৯৯৩)। ১৯৯৪ সালের ১০ অক্টোবর অসুস্থ অবস্থায় যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এসএম সুলতান।

(টিএআর/এএস/জানুয়ারি ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test