E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

আগামীকাল থেকে শুরু হচ্ছে লালন স্মরণোৎসব

২০১৫ মার্চ ০৩ ১৭:২৩:৫৪
আগামীকাল থেকে শুরু হচ্ছে লালন স্মরণোৎসব

কুষ্টিয়া প্রতিনিধি : আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় পাঁচ দিনব্যাপী লালন স্মরণোৎসব-২০১৫।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা ও লালন একাডেমীর আয়াজনে বুধবার সন্ধ্যা সাতটায় পাঁচদিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ।

জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান।

দ্বিতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রউফ এমপি।


তৃতীয় দিনে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। চতুর্থ দিনে প্রধান অতিথি থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল হাকিম সরকার।

সমাপনী দিনে আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ পাঁচদিনব্যাপী লালন স্মরণোৎসবের সমাপ্ত করবেন। প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে স্মরণোৎসবে থাকবে লালনের স্মৃতিচারণ করে আলোচনা, লালন সঙ্গীতানুষ্ঠান ও লালন গ্রামীণ মেলা।

ইতোমধ্যেই মাজার প্রাঙ্গণ ধুয়ে মুছে পরিষ্কার করে এক বর্ণিল পরিবেশের সৃষ্টি করেছে একাডেমী কর্তৃপক্ষ। ভক্ত অনুসারীরা আগে থেকেই লালন আখড়ায় জায়গা করে নিতে শুরু করেছে। আসতে শুরু করেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাউল, সাধু আর বিদেশি লালনভক্ত অনুরাগীরা।

লালন একাডেমীর সার্বিক তত্ত্বাবধায়ক (খাদেম) মোহাম্মদ আলী বলেন, ‘মরমী এ সঙ্গীত সাধকের বার্ষিক স্মরণোৎসব উপলক্ষে তার সাধন-ভজনের তীর্থস্থান ছেঁউড়িয়ার আখড়াবাড়ি প্রাঙ্গণ পরিণত হয়েছে উৎসবের পল্লিতে। দেশ-বিদেশ থেকে লালনভক্ত, বাউল অনুসারী ও সুধীজনসহ অসংখ্য মানুষের এখানে আগমন ঘটেছে।

(কেকে/এএস/মার্চ ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test