E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চলনবিলের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় মানববন্ধন

২০১৫ মার্চ ০৬ ১৬:৩৮:০৮
চলনবিলের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় মানববন্ধন

সিংড়া (নাটোর) প্রতিনিধি : চলনবিলের জীববৈচিত্র্য,প্রকৃতি ও পরিবেশ রক্ষার দাবিতে কৃষকদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে সিংড়া পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের উদ্যেগে ডাহিয়া ইউনিয়নের বিয়াশ বাজার মোড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরাম ও সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানার সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডাহিয়া ইউপি চেয়ারম্যান এম এম আবুল কালাম মৃধা।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক খান মো. শারফুল ইসলাম খোকন, পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সাধারণ সম্পাদক এস এম রাজু আহমেদ, মানবাধিকার কর্মী শরীফুল হাসান মৃধা, কবি সৌরভ সোহরাব, কৃষক আইনুল হক, তছলিম উদ্দিন প্রমুখ।

উপস্থিত ছিলেন, সাংবাদিক রাকিবুল ইসলাম, নাট্যকার মিনহাজ মল্লিক, পরিবেশ কর্মী হিমেল হেলাল, সুলতান আহমেদ, রায়হান কবির নয়ন, আল আমিন, জুলহাস কায়েম, এনামুল হক বাদশা, আব্দুল আলিম, হামিদুল, সেলিম রেজা সহ স্থানীয় জনগণ।

বক্তারা, চলনবিলের প্রকৃতি ও পরিবেশ রক্ষা করে ভবিষ্যত প্রজন্মের নিরাপদ বসবাস নিশ্চিত করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান।

(এমএমআর/এএস/মার্চ ০৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test