E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ বিশ্ব মা দিবস

২০১৪ মে ১১ ১৩:৩৪:২৪
আজ বিশ্ব মা দিবস

নিউজ ডেস্ক : ‘মা কথাটি ছোট্ট অতি কিন্তু জেন ভাই/ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। মা হচ্ছে এমন একটি শব্দ, যে শব্দটি এক স্বর্গীয় পুণ্যতায় হৃদয়-মনকে অমিয় সুধায় প্লাবিত করে। ত্রিভুবনের সবচেয়ে মধুরতম অপার্থিব শব্দ মা।

আজ বিশ্ব মা দিবস। কয়েক বছর ধরে বিশ্বের অনেক দেশে মে মাসের দ্বিতীয় রোববার দিবসটি পালনের রেওয়াজ শুরু হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। মা দিবসের মূল উদ্দেশ্য, মাকে যথাযথ সম্মান দেয়া। যে মা জন্ম দিয়েছেন, লালন-পালন করেছেন, তাকে শ্রদ্ধা দেখানোর জন্য দিনটি পালন করা হয়।
পৃথিবীর বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন তারিখে মা দিবস পালিত হয় যেমন- ফেব্রুয়ারির দ্বিতীয় রোববার নরওয়েতে, মার্চের চতুর্থ রোববার আয়ারল্যান্ড, নাইজেরিয়া ও যুক্তরাজ্যে এবং বাংলাদেশে মে মাসের দ্বিতীয় রোববার।
বিশ্বের অনেক দেশে কেক কেটে মা দিবস উদযাপন করা হয়। তবে মা দিবসের প্রবক্তা আনা জার্ভিস দিবসটির বাণিজ্যিকীকরণের বিরোধিতা করে বলেছিলেন, মাকে কার্ড দিয়ে শুভেচ্ছা জানানোর অর্থ হলো, তাকে দুই কলম লেখার সময় হয় না। চকলেট উপহার দেয়ার অর্থ হলো, তা নিজেই খেয়ে ফেলা।
দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি পালন করছে। সামাজিক গণমাধ্যমের জনপ্রিয় মাধ্যম ফেইসবুকে অনেকেই স্ট্যাটাস দিয়ে মায়ের প্রতি ভালোবাসার অভিব্যক্তি প্রকাশ করেছেন। বাংলা ভিশন ফাউন্ডেশন দিবসটি উপলক্ষে বিকাল ৫ টায় ‘সুস্থ্ সমাজ গঠনে মায়ের অবদান’ শীর্ষক আলোচনা সভা এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। গণগ্রন্থাগার অধিদপ্তরের ভিআইপি সেমিনার হলে অনুষ্ঠিতব্য এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া।
বর্তমানে মা দিবস পালনের সব দাবিদার ‘অ্যান মেরি জারভিস’। তিনি ওয়েস্ট ভার্জিনিয়ার ওয়েবস্টারে ১৮৬৪ সালের ১ মে জন্ম গ্রহণ করেন। আনা জার্ভিস মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর ও ওহাইওর মাঝামাঝি ওয়েবস্টার জংশন এলাকার বাসিন্দা ছিলেন। তার মা অ্যান মেরি রিভস জার্ভিস সারা জীবন ব্যয় করেন অনাথ-আতুরের সেবায়। মেরি ১৯০৫ সালে মারা যান। লোকচক্ষুর অগোচরে কাজ করা মেরিকে সম্মান দিতে চাইলেন মেয়ে আনা জার্ভিস। অ্যান মেরি রিভস জার্ভিসের মতো দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব মাকে স্বীকৃতি দিতে আনা জার্ভিস প্রচারণা শুরু করেন। তার ৭ বছরের অক্লান্ত চেষ্টায় ১৯০৮ সালের ১০ মে মা দিবস মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় স্বীকৃতি পায় এবং পশ্চিম ভার্জিনিয়া, দিনাডেলদিয়া, পেনসিলভেনিয়ায় প্রথম মা দিবস পালিত হয়।

(এএস/মে ১১, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test