E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হোসেনপুরে অষ্টমী স্নানোৎসব, লাখো মানুষের ঢল

২০১৫ মার্চ ২৭ ১৬:৩৪:০৮
হোসেনপুরে অষ্টমী স্নানোৎসব, লাখো মানুষের ঢল

কিশোরগঞ্জ প্রতিনিধি : হোসেনপুর উপজেলার ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসব বিপুল উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।

হোসেনপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় উপজেলা সদর থেকে দেড় কিলোমিটার পশ্চিমে খুরশিদ মহল ব্রিজ সংলগ্ন ১ বর্গ কি.মি এলাকা জুড়ে শুক্রবার ভোর ৫টা থেকে ১২টা পর্যন্ত প্রায় তিন লাখ নানা বয়সী পূণ্যার্থীরা স্নানে অংশ নেয়। অষ্টমী স্নানোৎসবে কিশোরগঞ্জের ১৩টি উপজেলা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, নরসিংদী, বি-বাড়িয়া ও নেত্রকোণা এলাকা থেকে পূণ্যার্থীরা স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে আগের দিন থেকে অবস্থান করে। গীতাপাঠ, মালাজপ, ধ্যান, প্রসাদ বিতরণ, পাঠা-কবুতর মানত, হরিনাম সংর্কীতনের মধ্য দিয়ে পূণ্যার্থীরা স্নানোৎসব সম্পন্ন করে।

অষ্টমীস্নান পরিদর্শন করেন কিশোরগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা, উপজেলা চেয়ারম্যান মো: আয়ুব আলী, ইউএনও মোহাম্মদ সফিউল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর আইন শৃংখলা বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণ ভাবে স্নানোৎসব উপলক্ষে উপজেলা পরিষদ মাঠ ও কুলেশ্বরী বাড়িতে মেলা বসে।

(পিকেএস/এএস/মার্চ ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test