E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনে মধু আহরণ শুরু

২০১৫ এপ্রিল ০১ ১৮:৪৪:৩৩
সুন্দরবনে মধু আহরণ শুরু

সাতক্ষীরা প্রতিনিধি : মধু আহরণের উপর সুন্দরবন উপকুলবর্তী বহু মানুষ জীবন জীবিকা নির্ভরশীল। মধু শুধু খাদ্য হিসেবে নয়, ভেষজ শিল্পে ব্যবহৃত হয়। গত বছরের তুলনায় এবার অধিক মধু সংগৃহীত হবে।

সেক্ষেত্রে সরকারের অধিক রাজস্ব আদায় হবে। তবে সরকারিভাবে বিপনন ব্যবস্থা ও প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা গড়ে তুললে মধু সংগ্রহের উপর মানুষের আরো আকর্ষণ বাড়বে।

বুধবার সকাল ১১ টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত মধু আহরণ অনুষ্ঠান-২০১৫ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগীয় বনসংরক্ষক ডা. সুনীল কুমার কুন্ডু এসব কথা বলেন।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারি বনসংরক্ষক (এসিএফ) কেরামত আলী মল্লিকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বুড়িগোয়ালিনি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান অসীম কুমার জোয়ারদার, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আকবর কবীর প্রমুখ।

মধু আহরণ অনুষ্ঠানের প্রথম দিন বুধবার বুড়িগোয়ালিনি ফরেষ্ট স্টেশন থেকে ৪৫টি নৌকা পাস (অনুমতি) সংগ্রহ করে। এতে ৩৬০ জন বনে যায়। এ ছাড়া কদমতলা, কৈখালি ও কোবাদক স্টেশন থেকে মধু সংগ্রহের পাশ দেওয়া হবে।

অনুমতি নেওয়ার পর সুন্দরবনে যাত্রার প্রাক্কালে মৌয়াল সরদার বুড়িগোয়ালিনি গ্রামের আমজাদ হোসেন বলেন, সুন্দরবনে বনদস্যুদের চাঁদাবাজি ও অত্যাচারে বনজীবিরা জর্জরিত। ফলে মধু সংগ্র অভিযানে আগের মত আগ্রহ নেই মানুষের। এরপরও সম্ভবনাময় মধু শিল্পকে গড়ে তুলতে সকলকে এগিয়ে আসতে হবে।

প্রসঙ্গত, গত অর্থ বছরে চারটি স্টেশন থেকে ১৯৩ টি পাস নিয়ে এক হাজার ৪৪৯জন মৌয়াল মধু সংগ্রহ অভিযানে অংশ নেয়। গত অর্থ বছরে এক হাজার ৭৪ দশমিক ৩২ কুইন্টাল মধু সংগৃহীত হয়। যার বাজার মূল্য আট লাখ ৫৭ হাজার ৬৬ টাকা। মোম সংগৃহীত হয় ২৭২ দশমিক ১৮৫ কুইন্টাল। যার বাজার মূল্য দু’ লাখ ৭২ হাজার ১৮৫ টাকা। এ থেকে সরকার রাজস্ব আদায় করেছে ১০ লাখ ৭৭ হাজার৯৫১দশমিক ৫০ টাকা। এবার মধু সংগ্রহ অভিযান চলবে ৩০ জুন পর্যন্ত।

(আরকে/এএস/এপ্রিল ০১, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test