E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে শুরু হচ্ছে খানজাহান মেলা

২০১৫ এপ্রিল ০২ ১২:৫৭:৪৪
বাগেরহাটে শুরু হচ্ছে খানজাহান মেলা

বাগেরহাট প্রতিনিধি : বাগরহাটের খানজাহান আলী (রঃ) দরগায় শরীফে বৃহস্পতিবার শুরু হয়েছে ৩ দিনব্যাপি ঐতিহ্যবাহী খানজাহান আলীর মেলা। মেলা উপলক্ষে খানজাহান আলী দরগাহ শরীফে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।

মেলার শেষ দিন বিশ্ব মুসলীমের শান্তি কামনায় আগামী ৫ এপ্রিল আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বাৎসরিক এ মিলনমেলা। খানজাহান মাজার তত্ববধায়ন কমিটির সভাপতি ও বাগেরহাট জেলা প্রশাসক মোঃ জাহাংগীর আলম জানান, খানজাহান আলী মাজারে মেলা উপলক্ষ্যে মাজার এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহনসহ মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে। এবারের মেলা মনির্টরিং করার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সর্বিক) আরিফ নাজমুল হাসানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আইন-শৃংখলাসহ মেলার সার্বিক বিষয়ে মনিটরিং করবেন বলে জেলা প্রশাসক নিশ্চিত করেছেন। মেলা উপলক্ষে দেশী-বিদেশী ভক্ত, মুরীদ, আসেকান ও দর্শনার্থীদের অংশ গ্রহনে সুন্দরভাবে এ মেলা শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। খানজাহান আলী মাজারের খাদেম জামাল ফকির জানান, এ মেলা উপলক্ষ্যে আগত দর্শনার্থীদের মাজারের দর্শনীয়স্থন পরিদর্শন ও তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মেলা উপলক্ষ্যে প্রতিদিন মাজার শরীফে আছর থেকে শুরু করে এশা পর্যন্ত ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে এবং মেলার শেষ দিন আখেরী মোনাজাতের মধ্য দিয়ে মেলা শেষ হবে বলে তিনি জানান। সাড়ে ৫শ বছর ধরে চলা বাগেরহাট শহরতলীর খানজাহান আলীর মাজার শরীফের এ বার্ষিক মেলায় মাজার এলাকা জুড়ে মানুষের পদচারনায় একেবারেই জনাকীর্ণ হয়ে উঠে। এই সুযোগে দুর-দুরান্ত থেকে আগত মুরীদ-ভক্তরা মাজার এলাকার বিস্তৃর্ন স্থান জুড়ে যে যার মত করে তাদের আসর বসায়। সমগ্র মাজার সংশ্লিষ্ট এলাকা মুসলিম ফকির-আউলিয়া-দরবেশ, হিন্দু ধর্মাবলম্বী সাধু-সন্ন্যাসী, খৃষ্টান ভক্ত ও বৌদ্ধ ভিক্ষুদের পদচারনায় যেন আনন্দে উদ্বেল হয়ে উঠে। এখানে আসা সকল শ্রেনীর মানুষ যে যার নিজের মত করে হযরত খানজাহানকে তাদের মত করে আরাধনা করে থাকে। মেলা উপলক্ষ্যে এখানে শিশুদের নানা রকমের খেলনা, কাগজ ও শোলার তৈরী পশুপাখি, তৈজসপত্র, শোপিচ, মহিলাদের গৃহস্থালী ও সাজসজ্জ্বার আকর্ষনীয় সব জিনিস, কাপড়-চোপড়, এবং নানা রকমের বাহারী হরেক রকমের পসরা সাজিয়ে বসে দোকানীরা। এর পাশাপাশি মিষ্টি, চটপতি-ফুসকা, কাবাবসহ নানা ধরনের খাদ্য দ্রব্যাদীর দোকান বসে মাজার এলাকায়। আগামী ৫ এপ্রিল মাজারের মসজিদে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দেশের দ্বিতীয় আধ্যাত্নিক সাধক পীর খানজাহানের ঐতিহ্যবাহী মেলা।

(একে/পিবি/এপ্রিল ০২,২০১৫)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test