E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বাগেরহাটে জমে উঠেছে চড়কমেলা

২০১৫ এপ্রিল ১৫ ১৮:৫৮:৪৯
বাগেরহাটে জমে উঠেছে চড়কমেলা

বাগেরহাট প্রতিনিধি : হাজার হাজার মানুষ অপলক তাকিয়ে আছে। একজন মানুষ শুন্যে ঘুরছে। তাও একটি দড়িতে ঝুলে। যে দড়িটি বাঁধা রয়েছে ওই মানুষটির পিঠের চামড়ার সঙ্গে গাঁথা বড় বড় দুটি বরশীর সাথে। চলছে উলুধ্বনি, শঙ্খ ধ্বনি। বাজছে ঢাক-ঢোল। বরশিতে ঝুলে থাকা মানুটি আবার তার সাথে থাকা ফুল-জল, বাতসা-নকুলদানা উত্যদি প্রসাদ ছিটিয়ে দিচ্ছেন অগণিত ভক্ত ও দর্শকদের উদ্দেশে। ভক্তরা তা নিয়ে মহাভক্তি ভরে দেব আদি দেব মহাদেবের নাম জপ করছেন। সকলেই বিষ্মিত, বিমোহিত। রুদ্ধশ্বাসে ভংকর এ দৃশ্য দেখে শিশু-যুবা-বৃদ্ধ মুগ্ধ। 

অন্তত ২০-২৫ ফুট লম্বা একটি কাঠ। যা মাঠের মধ্যখানে পোতা। অনেকটা লাঙ্গলের জোয়ালের মত আরেকটি কাঠ এই কাঠের ওপর লম্বালম্বিভাবে বসানো হয়। আর কাঠের মাথায় থাকে মাটি পর্যন্ত এক গাছ লম্বা দড়ি। দড়ির একপ্রান্তে একদল মানুষের শক্ত হাত আর অপর প্রান্তে থাকে ভয়ঙ্কর সুন্দর সেই দৃশ্য। আর এটাই চড়ক মেলার উৎসবের মূল আকর্ষণ।

গত ৬’শ বছর ধরে বাগেরহাটে কচুয়ার রাঢ়িপাড়া শিববাড়ি প্রাঙ্গনে সনাতন ধর্মের এ উৎসব অনুষ্টিত হচ্ছে। পুরনোকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করতে বরাবরের মত এবারও চড়ক উৎসব উপলক্ষে ৩ দিনের মেলা মিলেছে। ইসকন বাগেরহাটের প্রধান উপদেষ্টা বাবুল সরদার’র সভাপতিতে এ উৎসব’র উদ্বোধন করেন, সংসদ সদস্য আলহাজ্জ মীর শওকাত আলী বাদশা। বিশেষ অতিথি ছিলেন, কচুয়া উপজেলা চেয়ারম্যান এস. এম মাহফুজুর রহমান ও প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষিকা বেবী মোর্শেদা খানম। আরও বক্তব্য দেন, মন্দির কমিটির সম্পাদক প্রদীপ বসু সন্তুু, কচুয়ার ওসি শমশের আলী, এ্যাড: অনন্ত বিশ্বাস, পুলিন সাহা, মধুসুধন সাহা, সুভাষ রায় প্রমুখ। বক্তারা সাম্প্রদায়িক সম্প্রতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ বলে উল্লেখ করেন।

চৈত্র সংক্রান্তির এ উৎসবটি এ শিববাড়ি গত ছয়’শ বছর ধরে এভাবেই হাজার হাজার ভক্ত-দর্শনার্থীর অংশ গ্রহনে পালিত হয়ে আসছে। চড়ক উৎসবে আসা বিষ্ণুপদ, দিপালী দাস, অঅরতি বালা, বাসুদেব সাহা জানান, প্রায় সপ্তাহখানেক আগে থেকেই চড়ক উৎসবের আয়োজন শুরু হয়। ধর্মানুরাগী সন্ন্যাসীরা বাড়ি বাড়ি গিয়ে নৃত্যগীতের মাধ্যমে চড়ক পূজার জন্য ভিক্ষা সংগ্রহ করেন।

এরমধ্যে একদিন চলে উপবাস ও রাতে নিরামিষ ভোজ। চড়ক পূজার দু’দিন আগে হয় শ্মশান পূজা ও গৌরীর বিয়ে। গৌরীর নাচ, গান আর ঢাকের বাদ্যে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যে পরদিন হয় কালীনাচ। এরপর শুরু হয় মূল আকর্ষণ শরীরে বড়শি বিধিয়ে শূন্যে ঘোরা। যারা শরীরে বড়শি বিধিয়ে শূন্যে ঘোরেন তাদের ‘হাজরা’ বলা হয়।

(একে/এএস/এপ্রিল ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test