E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমীপে

২০১৫ এপ্রিল ১৯ ১৬:১২:৫৬
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমীপে

গ্রীন ডেল্টা হাউজিংয়ের প্রতারণার ফাঁদে সর্বস্বান্তদের রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমীপে আবেদন

মহাত্মন,

সবিনয় নিবেদন, আমরা ঢাকার কাফরুল থানা এলাকার ১০০-১০০/১ ইব্রাহিমপুরের ‘গ্রীন  ডেল্টা স্বপ্নীল’ আবাসন প্রকল্প থেকে ফ্ল্যাট কিনে সর্বস্বান্ত হতে বসেছি। গ্রীন ডেল্টা হাউজিং এন্ড ডেভেলপমেন্ট প্রা.লিমিটেড, বর্তমান ঠিকানা বাড়ি নং ৯৮/১০০, সড়ক নং ১০, ব্লক-সি, নিকেতন, গুলশান, প্রকল্পটির নির্মাতা-মালিক। গ্রীন ডেল্টা হাউজিং কর্তৃপক্ষ ২০০৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত আমাদের কাছে ফ্ল্যাট বিক্রি করেছে। চুক্তিপত্র অনুযায়ী ইতোমধ্যেই ফ্ল্যাট হস্তান্তরের তারিখ অতিক্রান্ত হয়েছে। ওই হাউজিং কর্তৃপক্ষ আজ কাল করে করে আমাদের ফ্ল্যাট আজও বুঝিয়ে দেয়নি। আমাদের কাছ থেকে পাঁচ কোটিরও বেশী টাকা গ্রহণ করবার পরও কোম্পানীটি রহস্যজনক কারণে নির্মাণকাজ বন্ধ রেখে আমাদেরকে পূর্ণ অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে রেখেছে।

কোম্পানীটি একটি ফ্ল্যাট এবং একটি কারপার্কিং একাধিক ব্যক্তির কাছে বিক্রি করে বিস্ময়কর প্রতারণার নজির সৃষ্টি করেছে। প্রতারণার নমুনা এমন, তারা একটি ফ্ল্যাট পাঁচ জনের কাছে এবং ছয়টি কারপার্কিং ২১ জনের কাছে বিক্রি করেছে। গ্রীন ডেল্টা কর্তৃপক্ষের সাথে বার বার যোগাযোগ বা আলোচনা করেও আমরা কোনও সুরাহা পাইনি। এমনকি আমরা কোনও ধারণাও পাইনি, আমরা কবে ফ্ল্যাট বুঝে পাবো, কিংবা কবে ক্ষতিপূরণসহ টাকা ফেরত পাবো। আমরা এমন আশঙ্কা করছি, গ্রীন ডেল্টা কর্তৃপক্ষ আমাদের বিনিয়োগকৃত সমুদয় টাকা আত্মসাত করবার পাঁয়তারা করছে। এমনকি তারা যে কোনো মুহুর্তে দেশত্যাগও করতে পারে। ইতোমধ্যেই আমাদের সহযোগী এক ফ্ল্যাট ক্রেতা আতাউর রহমান টাকা হারানোর যন্ত্রনায় ইন্তেকালও করেছেন। গ্রীন ডেল্টা হাউজিং এন্ড ডেভেলপমেন্ট প্রা.লিমিটেডের ১. চেয়ারম্যান মো: নুরুল আমিন পিতা মরহুম আলতাফ আলী ওরফে বাকের ২. ব্যবস্থাপনা পরিচালক মো. বেলাল হোসেন পিতা মো: নুরুল আমিন ৩. মহাব্যবস্থাপক উম্মে কুলছুম শিমুল চৌধুরী. স্বামী অজ্ঞাত এবং তাদের আরও অনেক সহযোগী, বর্তমান ঠিকানা বাড়ি নং ৯৮/১০০, সড়ক নং ১০, ব্লক-সি, নিকেতন, গুলশান, ঢাকা, ফ্ল্যাট বিক্রির নামে আমাদের জীবনের সর্বস্ব সঞ্চয় হাতিয়ে নিয়ে আমাদেরকে পথে বসিয়েছে। আমাদের ধারণা, গ্রীন ডেল্টা কর্তৃপক্ষ ইব্রাহিমপুরের ওই প্রকল্পের ভূমি মালিক ১. মিসেস মমতাজ সুলতানা স্বামী মোঃ জিল্লুর রহমান ২. মিসেস ইয়াসমিন সুলতানা স্বামী মোঃ সাইফুল ইসলাম ৩. মিসেস তাসমিন সুলতানা স্বামী আশরাফ কামাল পাশা ৪. মিসেস তাহমিন সুলতানা স্বামী ডাঃ সাইফুল ইসলাম সর্ব পিতা আবদুল মান্নান ৫. সাবিনা ইয়াসমিন মিশেলা ৬. সাইফুল আলম কুয়াশা ৭. সনিয়া আলী ও ৮.রাজিব আলী বাবু সর্ব পিতা মরহুম আনসার আলী ঠিকানা ১০০-১০০/১ ইব্রাহীমপুর, কাফরুল-এর সাথেও প্রতারণা করেছে এবং তাদের ব্যবহার করে আমাদের সর্বস্ব আত্মসাতের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। গ্রীন ডেল্টা কর্তৃপক্ষের বিরুদ্ধে অসংখ্য মামলা এবং একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকা সত্বেও তারা রহস্যজনক কারণে ধরা ছোঁয়ার বাইরে থেকে প্রতারণার কাজটি অব্যাহত রেখেছে।

এ অবস্থায় আমরা আপনার শরণাপন্ন হচ্ছি। আমরা আশা করছি,আপনি অনতিবিলম্বে গ্রীন ডেল্টা হাউজিংয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে প্রতারিত ফ্ল্যাট ক্রেতাদের রক্ষায় এগিয়ে আসবেন।

বিনীত
প্রতারণার শিকার ফ্ল্যাট ক্রেতা ১. আবদুল খালেক দেওয়ান ২. মোঃ আবু তালেব ৩. মোঃ নাসির উদ্দিন সরকার ৪. ফেরদৌসী আলমের পক্ষে মো. খসরুল আলম ৫. মো. জাফর আলম চৌধুরী ৬. মোঃ আনোয়ার খান জুয়েল ৭. কাজী মোঃ ফয়জুল কবির ৮. ফেরদৌসী বেগম ৯. মোঃ পারভেজ সারওয়ার ১০. মরহুম আতাউর রহমানের পক্ষে মিজানুর রহমান ১১. মোঃ মাহবুবুল হক ১২. মোঃ বসির উদ্দিন আহাম্মদ ১৩. প্রদীপ কুমার দত্ত ১৪. প্রবীর সিকদার ১৫. প্রকৌশলী আবদুস ছালাম ১৬. মোঃ সাজিদুর রহমান ভূঁইয়া ১৭. মোঃ খুরশিদ আলম ১৮. সেলিনা আকবর ১৯. মো. এহসান উল্লাহ ২০.রুমানা ইসলাম ২১.স্কোয়াড্রন লীডার মমিনুল ইসলাম ও ২২. ড.মো.খাইরুল ইসলাম-এর পক্ষে

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test