E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরগুনায় ঝুঁকিপূর্ণ আয়রন ব্রীজ, প্রাণহানীর আশংকা

২০১৫ এপ্রিল ২০ ১৫:১৪:৪৭
বরগুনায় ঝুঁকিপূর্ণ আয়রন ব্রীজ, প্রাণহানীর আশংকা

বরগুনা প্রতিনিধি : বরগুনা শহরের মাছ বাজার সংলগ্ন খাকদন নদীর উপরে গৌরীচন্না ইউনিয়নের সাথে সংযোগ ব্রীজটি যেকোন মুহুর্তে ভেঙ্গে পড়বে এ আশংকায় প্রহর গুনছে এলাকাবাসী।

সদর উপজেলার বদরখালী, গৌরীচন্না এবং ফুলঝুড়ী ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিদিন এই ব্রীজ পার হয়ে স্কুল, কলেজ, ব্যবসা-বানিজ্য, অফিস আদালতসহ বিভিন্ন ধরনের কাজের তাগিদে হাজির হন বরগুনা জেলা শহরে । তাই হাজার মানুষের পারাপারের একমাত্র অবলম্বন এই ব্রীজ। বর্তমানে এর বেহাল দশা। যে কোন মুহুর্তে ভেঙ্গে গিয়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, হতে পারে অনেক প্রানহানি।
জানা যায়, ১৯৯৬ সালে এলজিইডির তত্বাবধানে লোহার স্ট্রাকচারের উপর আরসিসি ঢালাই দ্বারা নির্মান করা হয়েছে এই ব্রীজটি। এর দৈর্ঘ্য ৭৩ মিটার। গত ৪ বছর আগে এলজিইডির রক্ষনাবেক্ষনের আওতায় ব্রীজটি মেরামত করা হয়েছিল।
পার্শ্ববর্তী একাধীক বাসিন্দার কাছ থেকে জানা যায়, মেরামতের পরবর্তী সময়ে, ব্রীজের নীচ দিয়ে ইট, বালু ভর্তি জাহাজ অহরহ চলাচলে মেইন পিলারের সাথে সংযোগ এ্যাঙ্গেলগুলোয় জাহাজের ধাক্কা লেগে এ্যাঙ্গেলগুলো ভেঙ্গে যায়। সরেজমিনে দেখা যায়, মেইন পিলার বাঁকা হয়ে উপরের আড়াআড়ি লোহার ভীম থেকে সংযোগ বিচ্ছিন্ন হওয়ায়, আরসিসি ঢালাইকৃত স্প্যান প্রায় ২ ফুট নীচু হয়ে মধ্যবর্তী এক্সপ্যানশন জয়েন্ট ফাঁকা হয়ে গেছে। তাই হালকা যানবাহন দুরে থাক, মানুষ হেটে গেলে এর মধ্যবর্তী স্প্যান দুলতে থাকে এবং যে কোন মুহুর্তে ব্রীজের মাঝ বরাবর ২ স্প্যান ধ্বসে পড়ার আশংকা করা হচ্ছে। তারপরেও স্কুলগামী শিশু থেকে শুরু করে বয়বৃদ্ধ সবাই জীবনের ঝুঁকি ও ভয়-ভীতি নিয়ে প্রয়োজনের তাগিদে ব্রীজ পার হচ্ছে নিত্যদিন।
ব্রীজ সংলগ্ন উত্তর পাড়ের বাসিন্দা মন্টু মল্লিক বলেন, ব্রীজের অবস্থা খুবই খারাপ। যে কোন সময় ধ্বংসে পড়ে অনেক প্রানহানির ঘটনা ঘটতে পারে। আমাদের দেশের অবস্থা এমনই। দুর্ঘটনা ঘটবে, অনেক প্রান অকালে ঝরে যাবে, টনক নড়বে কর্তৃপক্ষের, এরপর এর প্রতিকার, তার আগে নয়। আমি একজন সাধারণ মানুষ হিসেবে এলাকাবাসীর পক্ষ থেকে এলজিইডির উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করছি, অবিলম্বে ব্রীজটি মেরামত অথবা একটি নতুন ব্রীজ তৈরী করে দুর্ঘটনার হাত থেকে মানুষকে রক্ষা করুন।
এ ব্যাপারে গৌরীচন্না ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম জানান, ৩টি ইউনিয়নসহ বামনা, বেতাগী উপজেলার হাজার হাজার মানুষের নদী পারাপারের একমাত্র উপায় এই ব্রীজ। বর্তমানে ব্রীজটির অবস্থা এতটাই নাজুক, যে কোন সময় ঘটতে পারে অনেক বড় ধরনের দুর্ঘটনা। তারপরেও জীবনকে বাজী রেখে এর উপর দিয়ে পার হচ্ছে হাল্কা যানসহ বিভিন্ন বয়সের মানুষ। অবিলম্বে বরগুনা এলজিইডির তরফ থেকে ব্রীজের উপর সকল প্রকার হালকা যান পারাপার নিষিদ্ধ করে দেয়া উচিত।
এ বিষয়ে বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ারুল ইসলাম জানান, ইতোমধ্যেই ব্রীজের সকল তথ্য এলজিইডির সদর দপ্তর ঢাকায় প্রেরণ করা হয়েছে। দপ্তর থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত কোন নির্দেশনা পাওয়া যায়নি। নির্দেশনা পেলেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
(এমএইচ/পিবি/ এপ্রিল ২০,২০১৫)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test