E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ওয়েন্ডি শারম্যান এবং নিশা দেশাই আজ  ঢাকায় এসে পৌঁছবেন

২০১৫ এপ্রিল ৩০ ১৩:০৮:৩৯
ওয়েন্ডি শারম্যান এবং নিশা দেশাই আজ  ঢাকায় এসে পৌঁছবেন

স্টাফ রিপোর্টার:যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল আজ বৃহস্পতিবার ঢাকায় এসে পৌঁছবেন। গতকাল বুধবার রাতে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ কথা জানিয়েছে। বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যকার চতুর্থ অংশীদারত্বমূলক দ্বিপক্ষীয় সংলাপে অংশ নিতে ঢাকায় আসছেন তারা। আজ থেকে ১ মে পর্যন্ত সংলাপটি ঢাকায় অনুষ্ঠিত হবে।

সংলাপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন শারম্যান। এ দলে দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই ও ঢাকাস্থ রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট থাকবেন বলে মন্ত্রণালায় সূত্রে জানা গেছে।

উন্নয়ন ও সুশাসন, বাণিজ্য ও বিনিয়োগ এবং নিরাপত্তা সহযোগিতাসহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হবে এ সংলাপে। মার্কিন সরকারের এই কর্মকর্তারা বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার বাইরেও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথেও বৈঠক করবেন বলে দেশটির ঢাকাস্থ দূতাবাস জানিয়েছে।



(অারএনকে/এসসি/এপ্রিল৩০,২০১৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test