E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পীরগঞ্জে অর্ধ শত স্থানে জমজমাট জুয়ার আসর

২০১৪ মে ১৮ ১৭:৫৮:৪৮
পীরগঞ্জে অর্ধ শত স্থানে জমজমাট জুয়ার আসর

ঠাকুরগাঁও প্রতিনিধি : পীরগঞ্জ পৌর শহর সহ উপজেলার আনাচে-কানাচে চলছে প্রায় অর্ধ শত জুয়ার খেলার আসর। উপজেলার চিহ্নিত জুয়ারুরা আসর বসিয়ে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা । এর একটি নিদ্দিষ্ট অংক চলে যাচ্ছে থানা পুলিশ কর্মকর্তাদের হাতে। ফলে এলাকায় চুরির ছিনতায়ের ঘটনা ঘটেই চলছে। ভুক্তভোগী মানুষের অভিযোগ, পৌর শহরসহ উপজেলার এলকার চিহ্নিত জুয়ারুরা থানার অনুমোতি নিয়েই তাস ও গুটি জুয়া খেলা পরিচালনা করে যাচ্ছে।

পৌর শহরের রঘুনাথপুরে সলেমানের চাতাল, পালিগাও, গুয়াগাঁ, রাইস মিলের পার্শ্বে, পীরডাংগি এতিমখানা সংলগ্ন মাঠে, উপজেলার ৮নং দৌলতপুর ইউপি’র বালুবাড়ি স্কুল সংলগ্ন, বাশগাড়া মিনঞ্জিরি বাগান, থুমনিয়া শালবন, সেনুয়া বাজার, ভোমরাদহ, কুশারিগাও, গিলাবাড়ী, কালিয়াগঞ্জ, কালুপীর বাজার শিমুলতলা, ভাবনাগঞ্জ বাজার, জাবরহাট, বৈরচুনা, নসিবগঞ্জ বাজার, বড়বাড়ী, ঠাকুরতলী, চৌরঙ্গী, মাটিয়ানী ও বলাই হাটে দিন ও রাত অবাধে বিরাম হীন ভাবে জুয়া খেলা পরিচালিত হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক ৮নং দৌলতপুর ইউপি’র এক সাবেক মেম্বার জানান, প্রতিদিন এসব খেলা থেকে পীরগঞ্জ থানার নামে হাজার হাজার টাকা উত্তোলন করছেন আয়োজকরা। নিত্যদিন জুয়ার আসর গুলিতে অগনিত জুয়ারী ও সাধারণ মানুষ ভ্যানগাড়ী রিক্সা, বাইসাইকেল, মোটর সাইকেল যোগে খেলতে এসে সর্বস্ব হারিয়ে বাড়ি ফিরচ্ছেন। জুয়া খেলতে আসা খেলোয়ারদের সুবিধার্থে বিভিন্ন জুয়ার আসরে অস্থায়ীভাবে চা এবং পানের দোকান বসানো হয়। এছাড়াও জুয়ারুদের হাত ঘড়ি, বাইসাইকেল, মোটর সাইকেল, বৌয়ের গহনা সহ বিভিন্ন সামগ্রী বন্ধক রাখারও ব্যবস্থা রয়েছে সেখানে। এই সুযোগে প্রভাবশালী একটি মহল জুয়ারুদের মুল্যবান জিনিস পত্র নাম মাত্র মুল্যে বন্ধক নিয়ে মোটা আংকের টাকা আদায় করছেন। পুলিশ প্রশাসন এ সব জুয়া খেলা বন্ধের কোন পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। সম্প্রতি থানা চত্বরে কমিউনিটি পুলিশিং এর সভায় এই জুয়ার আসর নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন জুয়ারু জানায়, তারা থানা পুলিশকে মাসে ১ লাখ ২০ হাজার টাকা মাসোহারা দিয়ে জুয়া খেলা চালান। মাসের শুরুতেই টাকা বুঝে দিতে হয় পুলিশকে। পুলিশ সহ বিভিন্ন জায়গায় তাদের চাঁদা দিতে হয় বলে জানান জুয়ারুরা। এ বিষয়ে থানার সেকন্ড অফিসার এস আই আবু তালেব জানান, জুয়ার আসর থেকে পুলিশ কোন সুবিধা পায় না। তা প্রতিরোধ করার চেষ্টা চলছে।
(জেএবি/এএস/মে ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test