E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

এক রাজার একশো রানি!

২০১৫ জুন ২১ ১৫:৩৬:২২
এক রাজার একশো রানি!

নিউজ ডেস্ক : একজন রাজার একশজন স্ত্রী! সেই সঙ্গে পাঁচশ সন্তান! সত্যিই অবাক হওয়ার মতো খবর। আবার এতোবড় সংসার নিয়েই সুখের সংসার ক্যামেরুনের বাফুট প্রদেশের রাজা আবুম্বির। কিন্তু আসলেই তিনি এতগুলো বিয়ে করেননি। সিংহাসনে বসার পরই বেড়ে গেছে তার সংসার। স্থানীয় রীতি মেনে একশজন স্ত্রীর সঙ্গলাভ করেছেন তিনি।

আসল ঘটনা হচ্ছে, ক্যামেরুনের এই প্রদেশে কোনও রাজার মৃত্যু হলে তাঁর স্ত্রীদের দায়িত্ব পরবর্তী রাজাকেই নিতে হয়। সেই রীতি মানতেই ক্যামেরুনের বাফুট প্রদেশের ১১তম রাজা আবুম্বিরও স্ত্রীর সংখ্যা দাঁড়িয়েছে একশ। যখন রাজ্যাভিষেক হয়েছিল তখন তাঁর মাত্র দু’জন স্ত্রী ছিল। রাজার প্রত্যেক স্ত্রী শিক্ষিত। পাশাপাশি তাঁরা বেশ কয়েকটি ভাষাতেও কথা বলতে পারেন।

১৯৬৮ সালে বাবার মৃত্যুর পর রাজ্যাভিষেক হয় আবুম্বির। উল্লেখ্য, ক্যামেরুনে বহুবিবাহকে এখনও বেআইনি ঘোষণা করা হয়নি। স্থানীয় রীতি ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখাই তাঁর উদ্দেশ্য বলে জানিয়েছেন বর্তমান রাজা আবুম্বি। তবে শুধু আবুম্বিদের এই কীর্তিই অভিনব নয়, বাফুটের রাজপ্রাসাদও পর্যটকদের অন্যতম আকর্ষণ।

(ওএস/এলপিবি/এএস/জুন ২১, ২০১৫)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test