E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

অভাব কখনো আইন মানে না

ফুটপাত থেকে উচ্ছেদের পর এবার গলি দখল হকারদের

২০১৫ ডিসেম্বর ২৩ ১৫:৫০:৩৩
ফুটপাত থেকে উচ্ছেদের পর এবার গলি দখল হকারদের

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের পুলিশ কমিশনার আব্দুল জলিল মন্ডলের নির্দেশে গত ১৫ই নভেম্বর শহর জুড়ে অবৈধভাবে ফুটপাত দখলকৃতদের উচ্ছেদ করা হয় বিশেষ অভিযান চালিয়ে।

সাথে সাথেই চট্টগ্রামের মানুষ ও রাস্তাগুলো যানযট মুক্ত এক হালকা স্বস্তির শ্বাস নেয়। কিন্তু তার মেয়াদ হয় ক্ষনস্থায়ী। নগরীর রাস্তাগুলো যখন ফুটপাত মুক্ত তখন অন্যদিকে নতুন করে দূর্ভোগে যুক্ত হয়ে পড়ে ব্যস্ত শহরের রাস্তার ধারের অলি-গলি গুলো হকারদের দখলে।

এমনি এক চিত্রের দেখা মেলে নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা শহীদ নরুজ্জামান সড়কে। নগরীর সব থেকে বেশি জনবহুল হিসেবে পরিচিত এই এলাকা। পোষাক কারখানা গুলোর অবস্থানের কারনে এই এলাকা দেশের বিভিন্ন অঞ্চলের লোকের আবাস স্থান হয়ে ওঠে। প্রায় ২ লক্ষ ভোটার সহ ৫ লক্ষ মানুষের বসবাস নগরীর ইপিজেড থানায়। ইপিজেড থানার সব থেকে ব্যস্ততম সড়ক শহীদ নরুজ্জামান সড়ক। সিটি কর্পোরেশনের কমিশনার কার্যলায় সহ এই সড়কে রয়েছে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু কোন কিছুকে তোয়াক্কা না করেই সড়কের দু-পাশ ঘিরে হকাররা গড়ে তুলেছে ব্যবসা প্রতিষ্ঠান। অবৈধ ভাবে রাস্তার উপর ভ্যান রাখার ফলে পথচারীদের যেমন সমস্য পোহাতে হয় তেমনি সৃষ্টি হয় যানযটের। যার ফলে চরম দূর্ভোগে পড়েন এলাকার জনসাধারন।

এ ব্যাপারে ইপিজেড থানার ওসি (তদন্ত) মো: জাবেদ মাহমুদ প্রতিবেদককে জানায়,অভাব কখনো আইন মানে না, তবে আমরা খুব শীঘ্রই আবারো উচ্ছেদ অভিযানের মাধ্যমে শহরের প্রধান সড়ক সহ অলি-গলি গুলো দখল মুক্ত করব। কারন ব্যাক্তিগত স্বার্থের ওপরে জনগনের সুবিধা।

(এএএস/এইচআর/ডিসেম্বর ২৩,২০১৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test