E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রবি’র হেল্প লাইন বন্ধ, কর্মীরা রাস্তায়

২০১৪ মে ২৯ ১৩:২০:২৫
রবি’র হেল্প লাইন বন্ধ, কর্মীরা রাস্তায়

স্টাফ রিপোর্টার : বিভিন্ন দাবি দাওয়া আদায়ে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে মোবাইল ফোন অপারেটর রবি’র হেল্প লাইন সেবা বন্ধ করে দিয়েছে কর্মীরা।

রবি জেনিস ইনফোসিস নামে একটি কোম্পানির কাছ থেকে এই সেবা আউটসোর্স করে। এক সময় রবি’র মূল কোম্পানির সঙ্গে ছিলো এমন কর্মীদেরকে গত বছর জুলাই মাসে ইনফোসিসের কাছে দিয়ে দেয় রবি।

তখন আগস্ট মাসে একবার আন্দোলন করে অপারেটরটির হেল্পলাইন তিন দিন বন্ধ করে রেখেছিল তারা। পরে রবি’র মধ্যস্থতায় তারা আবার কাজে ফিরে আসে। সে সময় বেশ কয়েকটি দাবি কাগজ কলমে মেনে নেওয়া হলেও সেগুলো আসলে বাস্তবায়িত হয়নি। আর এ কারণেই এই দফা মাঠে নেমেছে কর্মীরা।

তাদের অভিযোগ, জেনিস ইনফোসিস নিজেরা অবৈধ কল টার্মিনেশনের সঙ্গে যুক্ত। আর কেউ আন্দোলন করতে গেলেই তাকে এই অপরাধে অভিযুক্ত করে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন আন্দোলনরত কর্মীদের একজন সাজিদ খান।

সাজিদ খান বলেন, প্রতি তিন মাস পর পর তাদের চুক্তি নবায়ন হওয়ার কথা থাকলেও তা করা হয় না। বরং নতুন চুক্তিপত্র নিয়ে আসা হয়, যাতে দেখানো হয় সবাই নতুন কর্মী হিসেবে নিয়োগ পেয়েছেন।

মাঝরাতে কারও শিফট শেষ হলেও তার যাতায়াতের ব্যবস্থা করা হয় না বলে অভিযোগ করেছেন সাজিদ।

তবে এই দফায় রবি’র কর্মকর্তারা গিয়ে বিষয়টির সুরাহ না করলে তারা সেবা বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন।

রবির কলসেন্টার এখনও বন্ধ

(ওএস/এটিআর/মে ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test