Pasteurized and Homogenized Full Cream Liquid Milk
E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

চুমু খেয়ে বিপাকে এমা!

২০১৪ এপ্রিল ০৭ ১০:৪৭:৩২
চুমু খেয়ে বিপাকে এমা!

‘হ্যারি পটার’-এর গার্লফ্রেন্ড এমা এবার নতুন বির্তকে৷ সদ্য মুক্তি প্রাপ্ত ‘নোয়া’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হলেও, সেই ‘নোয়া’ ছবিই বিতর্কে টেনে নিয়ে এসেছে এমাকে৷ তাও একটা চুমুর জন্য৷ তবে শুনতে একটা চুমু হলেও, এই চুমুর জন্যই চিকিৎসকের কাছে বার বার ঢুঁ মারতে দেখা গিয়েছে এমাকে৷

কাণ্ডটা হল, ‘নোয়া’ ছবির একটি দৃশ্যে নায়ক ডাগলস বুথ-কে দৌঁড়ে এসে চুমু খেতে হত৷ প্রায় ১২ বার দৃশ্যটি শ্যুট হওয়ার পরেই পরিচালক ফাইনাল দৃশ্যটি ক্যামেরা বন্দি করেন৷ কিন্ত চুমুর ঠ্যালায় ততক্ষণে এমার ঠোঁট কেটে রক্তাক্ত৷ অন্যদিকে ডাগলসের ঠোঁটও ফুলে ঢোল৷ এমা জানিয়েছেন, ‘প্রথম প্রথম ব্যাপারটা ঠিক লাগলেও, শেষের দিকে আমি আর ডাগলস বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম৷ শুধু আমার ঠোঁটই নয়, আহত হয়েছে ডাগলসের নাকও৷’ জানা গিয়েছে, আপাতত, এমা ও ডাগলাস দু’জনেই সপ্তাহে একদিন ঠোঁট ও নাকের চিকিৎসার জন্য ছুটছেন চিকিৎসকের কাছে৷ এর আগে এই ছবির শ্যুটিং ফ্লোরের নোংরা জল খেয়ে জ্বর ও পেটের অসুখে ভুগেছিলেন এমা৷

(ওএস/এইচ/এপ্রিল ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০১৯

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test