E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হিলারির রানিংমেট হলেন কেইন

২০১৬ জুলাই ২৩ ১০:৪০:০৯
হিলারির রানিংমেট হলেন কেইন

আন্তর্জাতিক ডেস্ক :আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটন তার রানিংমেট হিসেবে ভার্জিনিয়ার সিনেটর টিম কেইনকে বেছে নিয়েছেন।
সমর্থকদের হিলারি টুইটারে এ খবর জানান। তবে আজই এ বিষয়ে তিনি আনুষ্ঠানিক ঘোষণা দিবেন। খবর বিবিসির।

টুইটারে হিলারি লেখেন, 'আমি টিম কেইনকে আমার রানিংমেট হিসেবে ঘোষণা দিতে পেরে সত্যিই শিহরিত, যিনি অন্যের জন্য তার নিজের জীবন উৎসর্গ করছেন।'

এরপর টিম কেইন টুইটারে লেখেন, 'এইমাত্র আমি হিলারির ফোন পেলাম। তার রানিংমেট হতে পেরে গর্বিত। আগামীকাল মিয়ামিতে দায়িত্ব শুরুর তর সইছে না।'

৫৮ বছর বয়সী টিম কেইন দেশটিতে গর্ভপাত বিরোধী ও অবাধ বাণিজ্য চুক্তির সমর্থনকারী উদারপন্থী রাজনীতিক। ধারণা করা হচ্ছে, ভার্জিনিয়ায় সিনেটর নির্বাচনে রিপাবলিকানদের সঙ্গে তা হাড্ডাহাড্ডি লড়াই হবে।

স্প্যানিশ ভাষায় পারদর্শী এই সিনেটর নির্বাচনী প্রচারাভিযানে বিপুল সংখ্যক হিসপানিক ভোটারকে ডেমোক্রেটদের পক্ষে আনতে সক্ষম হবেন।




(ওএস/এস/জুলাই ২৩,২০১৬)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test