E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্বকাপ ও রমজান : বিদ্যুৎ বিভাগের তোড়জোড়

২০১৪ জুন ১২ ১৯:৫৭:১৮
বিশ্বকাপ ও রমজান : বিদ্যুৎ বিভাগের তোড়জোড়

স্টাফ রিপোর্টার : বিশ্বকাপ ফুটবল ও রমজান মাসকে সামনে রেখে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে তোড়জোড় শুরু করেছে বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ উৎপাদন বাড়ানো জন্য সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করতে সংশ্লিষ্টদের নির্দেশও দেওয়া হয়েছে বলে বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, বিশ্বকাপ ফুটবল ও রমজান মাস বিবেচনায় নিয়ে বিশেষ করে ইফতার, তারাবির নামাজ ও সেহরির সময়ের পাশাপাশি ফুটবল খেলা চলাকালীন যাতে সারা দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে তার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী এখন বিদ্যুৎ কেন্দ্রে তেল ও গ্যাসের সরবরাহও বাড়ানো হচ্ছে। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিনের বেলা ৬ হাজার মেগাওয়াট, সন্ধ্যায় ইফতারের সময় প্রায় সাড়ে ৭ হাজার মেগাওয়াট এবং ভোরেও প্রায় সাড়ে ৭ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিতরণ ব্যবস্থায় ত্রুটি সারানোর পাশাপাশি সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি চাহিদা ও উৎপাদনের মধ্যে পার্থক্য কমিয়ে আনতে বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত শিল্পকারখানা বন্ধ, রাত ৮টার পর দোকান বন্ধ, মার্কেটে আলোকসজ্জা না করা এবং সিএনজি স্টেশনগুলোতে গ্যাস রেশনিং করার বিষয়েও আলোচনা চলছে। এ ছাড়াও তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো পুরোদমে চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য তেল সরবরাহ নিশ্চিত ও গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য গ্যাস সরবরাহ বৃদ্ধি করতে পেট্রোবাংলাকে বলা হয়েছে।

এ প্রসঙ্গে পিডিবির সদস্য (উৎপাদন) জালাল উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, রমজান মাস এবং বিশ্বকাপ ফুটবল চলার সময় যেন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে সে জন্য সমন্বিতভাবে কাজ চলছে। আশাকরি বিদ্যুৎ উৎপাদন আরো বাড়বে।

তিনি বলেন, পুরনো বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের সংস্কার কাজ শেষ পর্যায়ে রয়েছে। যা রমজান শুরুর আগেই উৎপাদনে আসবে। এ ছাড়া পেট্রোবাংলা গ্যাস সরবরাহ বাড়িয়ে দেবে, যাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে তেমন একটা সমস্যায় পড়তে না হয়।

এ প্রসঙ্গে তেল-গ্যাস-খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান ড. হোসেন মনসুর বলেন, রমজান মাসে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বাড়ানো হবে। এ লক্ষে সর্বাত্মক চেষ্টা করছে পেট্রোবাংলা। বর্তমানে সাড়ে ৮০০ মিলিয়নের বেশি ঘনফুট গ্যাস বিুদ্যৎ খাতে সরবরাহ করা হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে গড়ে প্রতিদিন ২ হাজার ৩০০ মিলিয়ন ঘটফুট গ্যাস উৎপাদিত হলেও ৪৭০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি এখনও রয়ে গেছে। আর এ ঘাটতি মেটাতে কাজ করছে সংস্থাটি।

তবে খাত সংশ্লিষ্টরা বলছেন, রমজানে সারা দেশে বিদ্যুতের চাহিদা বেড়ে সাড়ে ৭ হাজার মেগাওয়াটেরও বেশি হবে। চাহিদা অনুযায়ী গ্যাস পাওয়া গেলে এবং ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো (রেন্টাল কুইক রেন্টাল) পুরোদমে চালু থাকলে এ লক্ষ্যমাত্র পূরণ করা সম্ভব। অন্যথায় কেবলমাত্র লোড ম্যানেজমেন্ট করে বা নির্দেশনা দিয়ে এ পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে না।

(ওএস/এস/জুন ১২, ২০১৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test