E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৫০ হাজার থেকে ৩ লাখ টাকায় সার্টিফিকেট !

২০১৪ জুন ৩০ ১৩:০৪:৪২
৫০ হাজার থেকে ৩ লাখ টাকায় সার্টিফিকেট !

স্টাফ রির্পোটার : ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা দিয়ে মিলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট। বিধিমালা না থাকায় বর্তমানে সার্টিফিকেট নির্ভর হয়ে পড়ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্তরেই ব্যাপক অনিয়ম ও দুর্নীতি রয়েছে।

সোমবার রাজধানীর মহাখালি ব্র্যাক সেন্টার ইন-এ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়‘ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
গবেষণা প্রতিবেদন পাঠ করেন টিআইবির রিসার্চ অ্যান্ড পলিসি বিভাগের ডেপুটি প্রোগ্রাম ম্যানাজার নীনা শামসুন নাহার ও পরিচালক মোহাম্মদ রফিক হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, উপ-নির্বাহী পরিচালক ড. সুমাইয়া খায়ের প্রমুখ।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনা সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের লেনদেন হয়। একটি বিশ্ববিদ্যালয় ৩শ’ জন শিক্ষার্থীর কাছ থেকে জনপ্রতি ৩ লাখ টাকার বিনিময়ে সনদ দিচ্ছে।
প্রতিবেদনে সামগ্রিকভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেসব ক্ষেত্রে লেনদেন হয় সেগুলোর মধ্যে বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদনের জন্য ১ কোটি থেকে ৩ কোটি টাকা পর্যন্ত অবৈধ লেনদেন হয়ে থাকে।
এছাড়া ভিসি, প্রোভিসি, ট্রেজারার নিয়োগের অনুমোদনের জন্য ৫০ লাখ থেকে ‌২ লাখ টাকা পর্যন্ত, বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিদর্শনের জন্য ৫০ থেকে ১ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে যেকোনো অভিযোগ নিষ্পত্তির জন্য ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা, অনুষদ অনুমোদনের জন্য ১০ থেকে ৩০ হাজার টাকা, বিভাগ অনুমোদনের জন্য ১০ থেকে ২০ হাজার টাকা, ভুয়া সার্টিফিকেটের জন্য ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা, টাকা দিয়ে অডিট করা হয় ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত এবং অ্যাসাইন্টম্যান্ট বাবদ ৫শ’ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে।
টিআইবি’র নির্বাহী পরিচালক বলেন, মন্ত্রণালয়ের একাংশ, ইউজিসির একাংশ, বিশ্ববিদ্যালয়ের একাংশ এসব অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত।
তিনি আরও বলেন, বর্তমানে অনেক ব্যবসায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যেক্তা হিসেবে রয়েছেন। যারা এটাকে মুনাফা অর্জনের খাত হিসেবে দেখেন।
(ওএস/এএস/জুন ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test