E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

শিক্ষাক্ষেত্রে জবাবদিহিতায় গুরুত্বারোপ শিক্ষামন্ত্রীর

২০১৭ নভেম্বর ০১ ১৯:০০:২৮
শিক্ষাক্ষেত্রে জবাবদিহিতায় গুরুত্বারোপ শিক্ষামন্ত্রীর

স্টাফ রিপোর্টার : শিক্ষাক্ষেত্রে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতে সরকারের গৃহীত পদক্ষেপ ও বিভিন্ন কর্মপন্থা তুলে ধরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ ক্ষেত্রে তিনি সর্বোচ্চ জবাবদিহিতার উপর গুরুত্বারোপ করেন।

বুধবার প্যারিসে ইউনেস্কো সদর দফতরে ৩৯তম সাধারণ সম্মেলনে গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্ট ২০১৭-১৮ এর উপর উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় তিনি এ গুরুত্বারোপ করেন। চিলি, লাইবেরিয়া, নরওয়ে ও তিউনিসিয়ার শিক্ষামন্ত্রীরাও প্যানেল আলোচনায় অংশ নেন। ইউনেস্কো মহাপরিচালক ইরিনা বোকোভা প্যানেল আলোচনার উদ্বোধন করেন।

২০৩০ সালের মধ্যে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতে বাংলাদেশের নেয়া পদক্ষেপ আলোচনায় তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এসডিজি-৪ অর্জনে জবাবদিহিতা আরও বাড়াতে হবে। বাংলাদেশে স্কুল-কলেজ ব্যবস্থাপনায় স্থানীয় লোকজনদের সম্পৃক্ত করার বিষয়টিও তিনি তুলে ধরেন তিনি।

প্যানেল আলোচকরা শ্রেণিকক্ষ ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে শিক্ষকদের আদর্শ ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। এছাড়া শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সংস্কার কাযক্রম গ্রহণে আহ্বান জানান তারা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন সভায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ইউনেস্কোর ৩৯তম সাধারণ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

(ওএস/এসপি/নভেম্বর ০১, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test