E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে রাবিতে ছাত্র ফেডারেশনের মানবন্ধন

২০১৪ জুলাই ১৭ ১৬:১৯:৫৯
ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে রাবিতে ছাত্র ফেডারেশনের মানবন্ধন

রাবি প্রতিনিধি : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ছাত্র ফেডারেশন । বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এ কর্মসুচি পালন করা হয়।

ছাত্র ফেডারেশনের সাধারন সম্পাদক জারিফ মুহিব অয়নের পারচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ আল মুইজ, আসাদ, শাহাদাৎ ফারুক প্রমূখ ।
এ সময় বক্তারা বলেন, অনবরত ইসরাইল একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের উপর। হত্যা করছে নিরপরাধ মানুষসহ অসংখ্য শিশুকে এবং বিপন্ন করছে মানবতা । বক্তারা অবিলম্বে এ নারকীয় হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানান ।

এ সময় মানবন্ধনে ছাত্র ফেডারেশনের বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন ।

(আইএইচ/জেএ/জুলাই ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test