E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংশোধন শুরু আজ

২০১৯ ফেব্রুয়ারি ০৫ ১১:৩৯:৩৪
বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংশোধন শুরু আজ

স্টাফ রিপোর্টার : গত বছর ৯ম শ্রেণিতে রেজিস্ট্রেশন থেকে বাদপড়া এবং রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের তথ্য অনলাইনে সংশোধন শুরু হচ্ছে আজ থেকে। ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাদপড়াদের রেজিস্ট্রেশন ও তথ্য সংশোধন করা যাবে।

সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালের ৯ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে বিভাগ, বিষয় ও ছবি সংশোধন এবং বাড়পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করা যাবে। ৫ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে সংশোধন ও বাদপড়াদের রেজিস্ট্রেশন করতে হবে।

সোনালী সেবার মধ্যেমে ৫ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত খাতে রেজিস্ট্রেশন সংশোধন ফি জমা দিতে হবে। বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ২৭৩ টাকা নির্ধারণ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। রেজিস্ট্রেশন সংশোধনে শিক্ষার্থী প্রতি বিভাগ পরিবর্তনে ৫০০ টাকা এবং বিষয় পরিবর্তনে শিক্ষার্থী প্রতি ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

আগামী ২৩ ফেব্রুয়ারির পর আর কোনো সংশোধন ও বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করা হবে না বলেও জানিয়েছে ঢাকা বোর্ড সূত্র। নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার্থীদের তথ্য সংশোধন করা না হলে তার দায় প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে বলে।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর থেক ৩১ জানুয়ারি পর্যন্ত ৯ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য অনলাইনে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছিল।

(ওএস/অ/ফেব্রুয়ারি ০৫, ২০১৯)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test