E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ঢাকায় স্টুডেন্ট সামিট 

২০১৯ মার্চ ১৯ ১৫:১১:৪৩
বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ঢাকায় স্টুডেন্ট সামিট 

স্টাফ রিপোর্টার : বিশ্বের ৩৫ টি দেশের প্রায় তিন হাজার শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। রানার বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি ও ফেডারেশন অব ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এসোসিয়েশনের আয়োজনে আগামী ২১ মার্চ (বৃহস্পতিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ডাঃ মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বাংলাদেশে অধ্যয়নরত বিদেশী শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১২তম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সামিট ২০১৯।

সামিটে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ খান আবুল কালাম আজাদ, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের ডেপুটি হেড অব মিশন ছাড়াও বিভিন্ন দেশী বিদেশী ডেলিগেটবৃন্দ উপস্থিত থাকবেন।

রেজিস্ট্রেশনের জন্য events.runnerbangladesh.org লিংকে প্রবেশ করে নির্ধারিত ফরম পুরণ করে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে।

উল্লেখ্য, উচ্চশিক্ষা প্রদানে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ। উন্নত মানের শিক্ষা ব্যবস্থা এবং কম খরচে পড়াশোনার সুযোগ দিতে সক্ষম দেশের নামি বিশ্ববিদ্যালয়গুলো। যার ফলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোয় এখন অনেক ভিনদেশী শিক্ষার্থী পড়তে আসছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশনের ২০১৭ সালের বার্ষিক প্রতিবেদন মতে, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে বাংলাদেশে এখন বিদেশী শিক্ষার্থীর সংখ্যা ২৪৩৮ জন।

(এস/এসপি/মার্চ ১৯, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test