E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নর্থ সাউথে রচনা প্রতিযোগিতা 

২০২০ মার্চ ০২ ১৬:০৭:২২
বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নর্থ সাউথে রচনা প্রতিযোগিতা 

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। এ উপলক্ষে দেশের কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের কাছে বঙ্গবন্ধুর জীবনীর ওপর রচনা জমা দিতে বলা হয়েছে।

প্রতিযোগিতায় সেরা ১০ জনের হাতে সাত লাখ টাকার পুরস্কার তুলে দেয়া হবে বলে সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি পর্যায়ে উচ্চশিক্ষার পথপ্রদর্শক নর্থ সাউথ ইউনিভার্সিটি ‘মুজিববর্ষ’ উপলক্ষে আগামী ১৩ মার্চ ‘বঙ্গবন্ধু জাতীয় রচনা প্রতিযোগিতা ২০২০’ এর আয়োজন করতে যাচ্ছে।

বলা হয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নিবন্ধন সোমবার (২ মার্চ) থেকে শুরু হয়ে আগামী ১১ মার্চ পর্যন্ত চলবে। প্রতিযোগিতায় সারাদেশের উচ্চ মাধ্যমিক/এ লেভেল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।

বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমে লেখা রচনা গ্রহণ করা হবে। রচনা প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনকে সাত লাখ টাকা মূল্যমানের পুরস্কার তুলে দেয়া হবে।

এছাড়া নর্থ সাউথ ইউনিভার্সিটি দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

(ওএস/এসপি/মার্চ ০২, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test