E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভোলায় এইচএসসিতে পাসের হার ৬৭.২০ শতাংশ

২০১৪ আগস্ট ১৩ ১৪:২৯:২৫
ভোলায় এইচএসসিতে পাসের হার ৬৭.২০ শতাংশ

ভোলা প্রতিনিধি : ২০১৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ভোলায় পাসের ৬৭ দশমিক ২০ শতাংশ।

বুধবার প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে। এ বছর জেলায় মোট পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৭ হাজার ৩৪৫ জন শিক্ষার্থী। যাদের মধ্যে ছেলে ৪ হাজার ৩১২ জন এবং মেয়ে ৩ হাজার ৩৩ জন।

মোট পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪ হাজার ৯৩৬ জন। এদের মধ্যে ছেলে ২ হাজার ৮২২ জন এবং মেয়ে ২ হাজার ১১৪ জন।

জেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ২০৭ জন। এদের মধ্যে ছেলে ১০৪ জন ও মেয়ে ১০৩ জন। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে মেয়েদের চেয়ে ছেলো এগিয়ে রয়েছে।

এদিকে, বরিশাল শিক্ষাবোর্ডে সেরা ২০-এ স্থান পেয়েছে ভোলার ৩টি কলেজ। এরমধ্যে ১৪তম স্থানে রয়েছে বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজ, ১৬তম স্থানে রয়েছে চরফ্যাশন সরকারি কলেজ ও ১৯তম স্থানে রয়েছে ভোলা সরকারি কলেজে।

ভোলার জেলা ভিত্তিক ফলাফলে দেখা গেছে, প্রথম স্থানে ফাতেমা খানম কলেজ, ২য় চরফ্যাশন সরকারি কলেজ ও তৃতীয় স্থানে রয়েছে ভোলা সরকারি কলেজ।

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাহ আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।

(ওএস/এটিআর/আগস্ট ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test