E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এইচএসসির ফল প্রকাশ : শীর্ষে শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ

২০১৪ আগস্ট ১৩ ১৫:৪৬:১৩
এইচএসসির ফল প্রকাশ : শীর্ষে শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ

শেরপুর প্রতিনিধি : এইচএসসি পরীক্ষায় শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ জেলায় শীর্ষস্থান লাভ করেছে। এ কলেজ থেকে ২০৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তন্মধ্যে বিজ্ঞান বিভাগে ১৮৮ জন, বাণিজ্য বিভাগে ১১ জন ও মানবিক বিভাগে ৭ জন জিপিএ-৫ পেয়েছে।

এ কলেজ থেকে ১ হাজার ৩৩৮ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১ হাজার ২০৭ জন। পাশের শতকরা হার ৯০ দশমিক ২০ ভাগ। শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ অধ্যাপক রিয়াজুল হাসান জানান, বিগতদিনের ধারাবাহিকতায় তুলনামুলকভাবে এবারও ফলাফল বেশ ভাল হয়েছে। শিক্ষকদের আন্তরিকতা, ছাত্রছাত্রীদের অধ্যবসায় এমন ফলাফলে সহায়তা কেেরছে।
এদিকে, শেরপুর মডেল গার্লস কলেজে ২৯৬ পরীক্ষার্থীর মধ্যে ১৫ জন জিপিএ-৫ পেয়েছে। ফেল করেছে ১৫ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে শতভাগ পাশ করেছে।
(এইচবি/এএস/আগস্ট ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test