E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

স্কুল খোলার পরিবেশ হলে গাইডলাইন মেনে প্রস্তুতির নির্দেশ : সচিব

২০২০ সেপ্টেম্বর ০৯ ১৮:৩২:৩৯
স্কুল খোলার পরিবেশ হলে গাইডলাইন মেনে প্রস্তুতির নির্দেশ : সচিব

স্টাফ রিপোর্টার : এখনও স্কুল খোলার সময় হয়নি। তবে স্কুল খোলার পরিবেশ সৃষ্টি হলে জারি করা গাইডলাইন অনুসরণ করে প্রস্তুতি গ্রহণের জন্য শিক্ষক-কর্মকর্তাদের নির্দেশ দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব এ কথা জানান।

তিনি বলেন, ‘খোলার আগে প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক কোন কোন গাইডলাইন অনুসরণ করবে আমরা সেটি জানিয়ে দিয়েছি। সেখানে আমরা বলেছি, স্কুলগুলো পরিষ্কার করতে হবে। হাত ধোয়ার ব্যবস্থা থাকতে হবে। নিরাপত্তার জন্য মাস্ক নিশ্চিত করতে হবে।’

আকরাম-আল-হোসেন বলেন, ‘যেসব স্কুলে শিক্ষার্থী সংখ্যা বেশি, সেখানে শিফটিং করতে হবে। একদিন এক শ্রেণিকে আনলে পরদিন আরেক শ্রেণিকে আনতে হবে। এসব বিষয় বিবেচনায় নিয়ে স্কুল খোলার পরিকল্পনা করবে। এ পরিকল্পনা প্রত্যেকটি স্কুলের জন্য এবং এতে সহায়তা করবেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার। পরিকল্পনা অনুযায়ী স্কুলগুলো পরিচালিত হচ্ছে কি-না সেটি তারা তদারকি করবেন।’

আগামী ৩ অক্টোবর পর্যন্ত স্কুল বন্ধ। এত আগে নির্দেশনা দেয়ার বিষয়ে তিনি বলেন, ‘স্কুলের শিক্ষকরা কিন্তু সরকারি কর্মচারী। লকডাউনের সময় অফিসগুলো বন্ধ ছিল। আমরা এখন অফিসগুলো খুলে সরকারি কাজ করছি। যখন আমরা মনে করব, কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, স্কুলগুলো খোলার মতো পরিবেশ সৃষ্টি হচ্ছে, তার আগেই আমাদের প্রধান শিক্ষকদের, কর্মকর্তাদের গাইডলাইন মেনে স্কুলগুলো পরিষ্কার-পরিচ্ছন্নসহ সব ধরনের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেব।’

সেই পরিস্থিতি এখন তৈরি হয়েছে কি-না, জানতে চাইলে সচিব বলেন, ‘তা বলবো না। আপনারা তো বোঝেন। স্কুল খোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বসে সিদ্ধান্ত নেব। আমরা বলিনি যে স্কুল খুলতে হবে, আজকেই তো প্রস্তুতি গ্রহণ করা যাবে না। প্রস্তুতি গ্রহণ করতে তো সময় লাগবে।’

স্কুল খোলার জন্য সব জায়গায় পরিবেশ তৈরি হয়েছে কি-না, এ বিষয়ে সিনিয়র সচিব বলেন, ‘এখন পর্যন্ত তৈরি হয়নি। গ্রামে, রুট লেবেলে যে স্কুলগুলো আছে সেখানে আমরা মনে করছি এখনও পরিবেশ তৈরি হয়নি। ৩ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছি, এখনও অনেক সময় আছে।’

(ওএস/এসপি/সেপ্টেম্বর ০৯, ২০২০)

পাঠকের মতামত:

০২ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test