E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ইবি’তে ২৩ নভেম্বর ভর্তি পরীক্ষা শুরু

২০১৪ আগস্ট ২০ ১৮:৪৭:৩৩
ইবি’তে ২৩ নভেম্বর ভর্তি পরীক্ষা শুরু

কুষ্টিয়া প্রতিনিধি : আগামী ২৩ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বুধবার বেলা ১১টায় ভাইস চ্যান্সেলরের সভাকক্ষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. আফজাল হোসেনসহ কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যবৃন্দ। সভা পরিচালনা করেন ভর্তি কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার ড. মো. মসলেম উদ্দিন।
ইবি’র তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস’র শাখা কর্মকর্তা (এ্যাটাচড টু ভিসি) রাশিদুজ্জামান খান টুটুল এক প্রেসনোটে এসব তথ্য জানিয়েছেন। তার দেয়া তথ্যমতে, মোবাইলে এসএমএস এর মাধ্যমে আগামী ৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন জমা দেয়া যাবে এবং ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত প্রবেশ পত্র গ্রহণ করা যাবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.iu.ac.bd এ বিস্তারিত জানা যাবে। এ বছর ২২টি বিভাগের ৮টি ইউনিটে ১৪৬৫ আসনে ভর্তির জন্য পরীক্ষা গ্রহণ করা হবে।
প্র্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০/=(চার শত) টাকা। পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ২ ডিসেম্বরের মধ্যে। ২৬ জানুয়ারি ক্লাস শুরু হবে। মেধা তালিকায় উত্তীর্ণদের স্বাক্ষাতকার ৭ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত, ভর্তি ১৮ ডিসেম্বর পর্যন্ত। বিভাগ পরিবর্তন ২০ ডিসেম্বর হতে ২৪ ডিসেম্বর পর্যন্ত এবং অপেক্ষমান মেধা তালিকায় উত্তীর্ণদের স্বাক্ষাতকার ও ভর্তি ৫ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি ২০১৫ পর্যন্ত। ২০১৩ সালে এবং ২০১৪ সালে যারা এইচএসসি পাস করেছে এবং ২০০৮ বা তৎপরবর্তীতে যারা এসএসসি পাস করেছে তারাই আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে। পরীক্ষার সময়সূচি পরবর্তিতে জানানো হবে।
(কেকে/এএস/আগস্ট ২০, ২০১৪)






পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test