E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কোটালীপাড়ায় শিক্ষা বোর্ডের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

২০১৪ আগস্ট ৩০ ১৬:২৬:৩০
কোটালীপাড়ায় শিক্ষা বোর্ডের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় উমাচরণ সার্বজনীন উচ্চ বিদ্যালয়, দেবগ্রাম থেকে ছিকটীবাড়ীতে পুন:স্থাপন সম্পর্কিত বোর্ডের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার বেলা ১১ টায় কোটালীপাড়া-রাজৈর সড়কের দেবগ্রাম নামকস্থানে এ মানববন্ধন পালিত হয়। ঘন্টাব্যাপীচলা মানববন্ধনের স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা অংশ নেন। পরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে স্কুলের প্রধান শিক্ষক।

প্রধান শিক্ষক বলেন, ১৯৬৮ সালেকোটালীপাড়া উপজেলার ছিকটীবাড়িগ্রামে এ স্কুলটি মেয়েদের পড়াশোনার জন্য প্রতিষ্ঠিত হয়। ১৯৯৫ ও ১৯৯৬ সালে এসএসসি পরীক্ষায় এ স্কুল থেকে কোন শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। তখন ছাত্রী সংখ্যা কমে যায়। পরে ২০০৮ সালে ৩১ ডিসেম্বর স্থানীয় এলাকাবাসী ও পাশ্ববর্তী ১০ গ্রামের মানুষ একত্রিত হয়ে দেবগ্রামে স্কুল স্থানান্তরের সিদ্ধান্ত নেয়।

ওই সিদ্ধান্তের কারণে ২০০৯ সালের জানুয়ারী মাস থেকে দেবগ্রামে স্কুলের কার্যক্রম শুরু হয়। কিন্তু ২০১০ সালে ম্যানেজিং কমিটির নির্বাচন ও উমাচরণের সাথে পূর্ণচারণ নাম সংযোজনের প্রতিবাদে ওই স্কুলের এমপিওভূক্ত শিক্ষকরা ও ছিকটীবাড়ী গ্রামবাসী বিভক্ত হয়ে পড়েন। তারা ছিকটীবাড়ীতে নতুন একটি ক্যাম্পাস তৈরী করে সেখানে স্কুলের কার্যক্রম শুরু। সেই থেকে একই নামে দুইটি স্কুল চলছিল। অতি সম্প্রতি শিক্ষা বোর্ড থেকে দু’টি স্কুলকে একত্রিত হওয়ার সিদ্ধান্ত দিয়েছেন।


প্রসঙ্গত, গত ৭ তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক এ. টি. এম. মাইনুল হোসেন স্বাক্ষরিত একপত্রে উমাচরণ সার্বজনীন উচ্চ বিদ্যালয়, দেবগ্রাম ও উমাচরণ উচ্চ বিদ্যালয়, ছিকটীবাড়ীকে স্থান পরিবর্তন করে পুনরায় ছিকটীবাড়ীতে স্থানান্তরের জন্য বলা হয়।

(এমএইচএম/এএস/আগস্ট ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test