E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘স্বাধীন সম্প্রচার কমিশন’ গঠন করতে হবে : ঢাবি উপাচার্য

 

২০১৪ আগস্ট ৩০ ১৯:৩৯:৫২
‘স্বাধীন সম্প্রচার কমিশন’ গঠন করতে হবে : ঢাবি উপাচার্য
 

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সকলের কাছে গ্রহণযোগ্য, সমন্বিত সম্প্রচার নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে ‘স্বাধীন সম্প্রচার কমিশন’ গঠনের আহবান জানিয়েছেন।

 

আজ সামাজিক বিজ্ঞান ভবনের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদকিতা অ্যালামনাই এসোসিয়েশন আয়োজিত ‘জাতীয় সম্প্রচার নীতিমারা : আমাদের ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

আরেফিন সিদ্দিক বলেন, গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীলতার বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই স্বাধীনতা ভোগের পাশাপাশি গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও সত্যনিষ্ঠতার প্রতি যত্নবান হতে হবে।

উপাচার্য বলেন, একবিংশ শতাব্দীতে নিষেধাজ্ঞা আরোপ করে কোনো কিছুর প্রকাশ বন্ধ করা বা কোনো কিছু গোপন করা সম্ভব নয়। এই বাস্তবতা মেনেই আমাদের সম্প্রচার নীতিমালা প্রণয়ন করতে হবে। তিনি বলেন, পেশাজীবী, শিক্ষাবিদ, ব্যবসায়ীসহ সকল শ্রেণী- পেশার মানুষের সমন্বয়ে স্বাধীন সম্প্রচার কমিশন গঠন করতে হবে। মানুষের সঠিকভাবে তথ্য পাওয়ার স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষার জন্যই সরকার জাতীয় সম্প্রচার নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন এসোসিয়েশনের সভাপতি মো. আলমগীর হোসেন।

(ওএস/এটিআর/আগস্ট ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test