E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোরে শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে ১৫ হাজার শিশু

২০১৪ সেপ্টেম্বর ০৯ ১৮:৪৯:০১
নাটোরে শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে ১৫ হাজার শিশু

নাটোর প্রতিনিধি : নাটোরে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় জেলার ৭ উপজেলায় অন্তত ১৫ হাজার শিশু শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে।

নাটোর ইসলামিক ফাউন্ডেশন সুত্র জানাযায়, ১৯৯৩ সাল থেকে নাটোরে মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম শুরু করা হয়। দেশের শিক্ষামুলক বৃহৎ এই মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় ২০১৩-১৪ অর্থ বছরে জেলায় ১৫ হাজার ৪৩৫ জন শিশু শিক্ষা গ্রহণ করছে। এরমধ্যে প্রাক-প্রাথমিক শিক্ষার্থী ৮ হাজার ৯৪০ জন, বয়স্ক শিক্ষা ৩০০ জন ও সহজ কুরআন শিক্ষায় রয়েছে ৬ হাজার ১৯৫ জন। এসব শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ৪৮৭ টি মসজিদভিত্তিক শিক্ষা কেন্দ্র ও ১৯টি রিসোর্স সেন্টার রয়েছে। এরমধ্যে কুরআন শিক্ষায় ১৭৭টি, বয়স্ক শিক্ষায় ১২টি স্কুল ও প্রাক-প্রাথমিক ২৯৮টি স্কুল রয়েছে। এসব স্কুলে ৪৮৭ জন শিক্ষক, ৬টি মডেল রির্সোস সেন্টারে ৬ জন মডেল কেয়ারটেকার ও ১৩টি সাধারন রির্সোস সেন্টারে ১৩ জন সাধারন কেয়ারটেকার কাজ করছে। প্রত্যেকটি কেন্দ্রে প্রাক-প্রাথমিক স্তরে ৪ থেকে ৬ বছর বয়সী ৩০ জন শিশু, কুরআন শিক্ষা স্তরে ৬ থেকে ১২ বছর বয়সের ৩৫ জন শিক্ষার্থী ও বয়স্ক স্তরে ১৫ থেকে তদুর্ধো বয়সের ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করছে।

এসব শিক্ষার্থীদের জন্য প্রত্যেকটি কেন্দ্রে বই, শ্লেট, মাদুর, চক, সাইনবোর্ড, হাজিরা ও পরিদর্শন খাতা বিনামূল্যে সরবরাহ করা হয়। কেন্দ্র তদারকির জন্য ৫ জন ফিল্ড সুপার ভাইজার, একজন মাষ্টার ট্রেইনার, জেলা কার্যালয়ে একজন ফিল্ড অফিসার ও সম্মানীর ভিত্তিতে একজন কর্মী কাজ করছে। সংশ্লিষ্ট সুত্রমতে, সারা দেশে এর কার্যক্রম প্রসারিত করতে সরকার ৫ম পর্যায়ের মেয়াদ বৃদ্ধি করে। এজন্য প্রতি অর্থ বছরের বরাদ্দকৃত অর্থ ৭ কোটি ৬৮ লাখ ৩৩ হাজার টাকা নির্ধারন করেছে। প্রকল্পের চলতি মেয়াদে ৩৬ হাজার ৭৬৮টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে ৫২ লাখ ৮৬ হাজার শিক্ষার্থী শিক্ষা গ্রহন করছে। অর্জিত শিক্ষাকে অব্যাহত রাখার লক্ষে ৪৮৫টি মডেল রিসোর্স সেন্টার এবং ১ হাজার ৫১টি সাধারন রিসোর্স সেন্টার চালু রয়েছে। চলমান প্রকল্প বর্তমানে ৩৬ হাজার ৭৬৮ জন শিক্ষক-শিক্ষিকা, ১ হাজার ৫৩৬ জন কেয়ারটেকার এবং ৬৩৫ জন জনবলসহ মোট ৩৮ হাজার ৯৩৯ জন কর্মরত আছে।

নাটোর সদর উপজেলার ধরাইল গ্রামের আলিমুদ্দিন জানান, সরকারের এই কর্মসুচীর আওতায় কমলমতি শিশুরা স্কুলে যাওয়ার আগেই অক্ষর জ্ঞানসহ ধর্মীয় জ্ঞান অর্জন করছে। শহরের কান্দিভিটা এলাকার সেলিনা পারভিন জানান, তার ছেলের অক্ষর জ্ঞান ছিল না। মসজিদ ভিত্তিক শিক্ষা গ্রহনের মাধ্যমে সে বাংলা, ইংরেজি, গণিতসহ ধর্মীয় জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছে। একই এলাকার হাজী মকসেদ আলী বলেন, এ ধরনের কর্মসুচী বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। এই প্রকল্পের ধারাবাহিকতা রক্ষা করা প্রয়োজন। ধরাইল জামে মসজিদের পেশ ইমাম আমিনুল ইসলাম বলেন, এই কর্মসুচীর আওতায় শুধু শিক্ষার্থীরাই লাভবান হচ্ছে না। এর সাথে অনেক বেকার সমস্যার সমাধান হচ্ছে।

নাটোর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক শাহজাহান আলী জানান, সরকারের গৃহিত মসজিদ ভিত্তিক শিক্ষা প্রকল্পের আওতায় শিশুরা শিক্ষা অর্জনসহ সুফল ভোগ করছে। পরিকল্পনা ও অর্থ মন্ত্রনালয়ের সহকারী পরিচালক মৌসুমী খানম সম্প্রতি নাটোরের বিভিন্ন এলাকায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন এবং এর ধারাবাহিকতা অব্যাহত রাখার সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন বলে তিনি জানান।

(এমআর/এএস/সেপ্টেম্বর ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test