E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

জাতীয় শিক্ষানীতিতে মাদ্রাসা শিক্ষাকে গুরুত্ব দেয়া হয়েছে

২০১৪ সেপ্টেম্বর ১২ ১৫:৫৪:২৬
জাতীয় শিক্ষানীতিতে মাদ্রাসা শিক্ষাকে গুরুত্ব দেয়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধি : মাদ্রাসা শিক্ষাকে ধর্মীয় মূল্যবোধের শিক্ষা হিসেবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মাদ্রাসা শিক্ষাকে আধুনিক বিজ্ঞানসম্মত ও যুগোপযোগী করে তোলার জন্য জাতীয় শিক্ষানীতিতে মাদ্রাসা শিক্ষাকে গুরুত্ব দেয়া হয়েছে।

তিনি বলেন, মাদ্রাসা শিক্ষা সার্বিক শিক্ষা ব্যবস্থা থেকে আলাদা নয়। আর এ জন্যই মাদ্রাসা থেকে পাশ করেও শিক্ষার্থীরা যাতে অন্যান্য শিক্ষার মতো সর্বক্ষেত্রে চাকুরী নিশ্চিত করতে পারে সেজন্য মাদ্রাসা শিক্ষাকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞানসম্মত ও যুগোপযোগী করা হয়েছে।

শুক্রবার দিনাজপুরে মাদ্রাসা শিক্ষকদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এডভোকেট মোস্তাফিজুর রহমান ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ হাসান মাসুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন-এর মহাসচিব আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজি প্রমুখ।

(এটি/এটিআর/সেপ্টেম্বর ১২, ২০১৪)















পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test