E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

জবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ৩

২০১৪ সেপ্টেম্বর ১২ ১৯:৪০:১৫
জবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ৩

স্টাফ রিপোর্টার, ঢাকা : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ‘এ’ ইউনিটে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে তিন পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে পরীক্ষা চলাকালীন সময়ে জবি ক্যাম্পাস কেন্দ্র থেকে দু’জন ও মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে একজনকে আটক করা হয়।

জবি প্রক্টর অফিস সূত্রে জানা যায়, পরীক্ষা কেন্দ্রে অবৈধভাবে মোবাইল ব্যবহার করায় জাহিদ হাসান বাপ্পী (রোল- 1174646) ও ইমরান হোসেনকে (রোল: 117622) বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের ৭১২ এবং ৩১৬/এ নম্বর কক্ষ থেকে এবং মাসুদ রানাকে (রোল: 1172953) মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে আটক করা হয়।

জবির ভারপ্রাপ্ত প্রক্টর ড. নূর মোহাম্মাদ বলেন, আটকদের কোতয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৯৮০ সলের ৪(৯) ধারায় মামলা করা হবে। আটক তিন পরীক্ষার্থীর মোবাইলে এসএমএসের মাধ্যমে উত্তর দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। পুলিশ তদন্ত করে জালিয়াতি চক্রকে খুঁজে বের করবে বলেও জানান তিনি।

(ওএস/অ/সেপ্টেম্বর ১২, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test