E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢাবির ‘খ’ ইউনিটে ৯০ শতাংশই ফেল

২০১৪ সেপ্টেম্বর ২৩ ১৯:৪৯:২৩
ঢাবির ‘খ’ ইউনিটে ৯০ শতাংশই ফেল

ঢাবি প্রতিনিধি : আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষা বর্ষের খ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। পাসের হার ৯ দশমিক ৫৫ শতাংশ। ফেল করেছে ৯০ দশমিক ৪৫ শতাংশ পরীক্ষার্থী।

এ পরীক্ষায় আবেদন করেছিল ৪২ হাজার ৪১৭ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে ৪০ হাজার ৫শ’ ৬৫ জন। পাস করেছে ৩ হাজার ৮শ’ ৭৪ জন।

নিয়ম বহির্ভূত উত্তরপত্র ও ত্রুটিপূর্ণ সেটের কারণে ১ হাজার ৪শ’ ১১টি উত্তরপত্র বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপকক্ষ। ‘খ’ ইউনিটে আসন সংখ্যা দুই হাজার ২শ’ ২১টি।

গত ১৯ সেপ্টেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ‘খ’ ইউনিটে ইংরেজি বিভাগে ভর্তিচ্ছুকদের ইলেকটিভ ইংলিশ অংশের উত্তর দেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল। দুই হাজার ২২১ আসনের বিপরীতে আবেদন করেছেন ৪২ হাজার ৪১৭ জন।

পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.admission.eis.du.ac.bd পাওয়া যাবে। এ ছাড়া যেকোনো মোবাইল থেকেও ফল জানা যাবে। মোবাইলে ফল জানতে DU স্পেস Kha স্পেস Roll নম্বর লিখে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test