E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাত কলেজের বৃহস্পতিবারের সব পরীক্ষা স্থগিত

২০২২ এপ্রিল ২১ ১২:৩৪:৩৩
সাত কলেজের বৃহস্পতিবারের সব পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজে অনার্স তৃতীয় বর্ষের বৃহস্পতিবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের অনার্স তৃতীয় বর্ষ (পুরাতন সিলেবাস) অনিয়মিত ও মান উন্নয়ন পরীক্ষা পিছিয়ে ২১ মে দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। বাকি পরীক্ষাগুলো আগের সূচি অনুযায়ী হবে।

নিউ মার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের জেরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো এলাকায়। ছাত্রদের সঙ্গে সংহতি জানিয়েছে বাকি ৬ কলেজের শিক্ষার্থীরাও। পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। সংঘর্ষের ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে।

(ওএস/এএস/এপ্রিল ২১, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test