E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৩৫তম বিসিএসের সিলেবাস প্রকাশ

২০১৪ সেপ্টেম্বর ৩০ ১৭:১৬:৪৩
৩৫তম বিসিএসের সিলেবাস প্রকাশ

স্টাফ রিপোর্টার, ঢাকা : ৩৫তম বিসিএসের সিলেবাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সোমবার পিএসসির ওয়েবসাইটে এ সিলেবাস প্রকাশ করা হয়।

গত ২৩ সেপ্টেম্বর ১ হাজার ৮০৩টি পদে কর্মকর্তা নিয়োগের লক্ষ্যে ৩৫ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

বিজ্ঞপ্তি অনুযায়ী ৩৫ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে নতুন নিয়মে। এতে আগের ১০০ নম্বরের স্থলে ২০০ নম্বরের ২ ঘণ্টার এমসিকিউ পদ্ধতি অনুসরন করা হবে। একই সঙ্গে বিসিএসে আবেদন ফরমের দাম ২০০ টাকা বাড়িয়ে ৭০০ টাকা করা হয়েছে।

তবে প্রতিবন্ধী,সুবিধাবঞ্চিত ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য আবেদনপত্রের দাম ১৫০ টাকা কমিয়ে ১০০ টাকা করা হয়েছে।এছাড়া মৌখিক পরীক্ষায় পাস নম্বর ৪০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে। তবে লিখিত পরীক্ষায় পাস নম্বর আগের মতোই ৫০ শতাংশ রয়েছে।

এছাড়া সংশোধিত নিয়মানুযায়ী কোনো প্রার্থী লিখিত পরীক্ষায় ৩০ শতাংশের কম নম্বর পেলে তিনি কোনো নম্বর পাননি বলে বিবেচিত হবেন। এটি আগে ছিল ২৫ শতাংশ।

(ওএস/অ/সেপ্টেম্বর ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test