E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে দিশা প্রিপারেটরী এন্ড হাইস্কুলের রজত জয়ন্তী উদযাপন

২০১৪ অক্টোবর ০৮ ১৪:০৩:১৮
শেরপুরে দিশা প্রিপারেটরী এন্ড হাইস্কুলের রজত জয়ন্তী উদযাপন

শেরপুর প্রতিনিধি : গল্প-আড্ডায়, হাাসি-আনন্দ, নাচে-গানে শেরপুরে দিশা প্রিপারেটরী এন্ড হাইস্কুলের ২৫ বছর পূর্তি উপলক্ষে বুধবার দিনব্যাপী রজত জয়ন্তী উৎসব উদযাপন করা হয়।

সকালে শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. একেএম. রিয়াজুল হাসান ও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আশীষ চন্দ্র কর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে রজত জয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পরে শহরের সিংপাড়া এলাকার স্কুল ক্যাম্পাস থেকে গ্রাম-বাংলার চিরায়ত ঐতিহ্য গরু-মোষ-ঘোড়ার গাড়ি সমেত নানা রং-বেরংয়ের প্রতিকৃতি নিয়ে এক বর্নাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্যে ছিল আলোচনা, স্মৃতিচারণ, প্রীতি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্কুলের শুরু থেকে বর্তমান সময়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। রজত জয়ন্তী উৎসবটি নবীন-প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। পুরনো সহপাঠীদের কাছে পেয়ে একে অপরকে বুকে জড়িয়ে ধরে হাসি-আনন্দে মেতে ওঠে।

(এইচবি/জেএ/অক্টোবর ০৮, ২০১৪)


পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test